সাংবাদিক নাদিম হত্যার দ্রুত বিচারের দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে মানববন্ধন

আপলোড সময় : ১৯-০৬-২০২৩ ০৩:৪০:১১ অপরাহ্ন , আপডেট সময় : ১৯-০৬-২০২৩ ০৩:৪১:১০ অপরাহ্ন
জামালপুরের বকশীগঞ্জে সাংবাদিক গোলাম রাব্বানী নাদিম হত্যার প্রতিবাদ দাউদকান্দিতে  মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছে ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার গণমাধ্যম কর্মীরা। সোমবার (১৯জুন) বেলা ১১টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের গৌরীপুরে এই মানববন্ধন  ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।

দাউদকান্দি প্রেসক্লাব সভাপতি হাবিবুর রহমানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক জাকির হোসেন হাজারীর সঞ্চালনায় বক্তব্য রাখেন, ক্লাবের সিনিয়র সহ-সভাপতি হানিফ খাঁন, বাসুদেব ঘোষ, ওমর ফারুক মিয়াজী, তিতাস প্রেস ক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি কবির হোসেন, সাধারণ সম্পাদক আসলাম

আলী হোসেন বাবুল (যুগান্তর), শামীম রায়হান (জনকন্ঠ), শহিদুল্লাহ সাদা (মানবকন্ঠ), কামরুল হক চৌধুরী (অবজারভার), মোঃ সেলিম মিয়া (ইনকিলাব), লিটন সরকার বাদল (এশিয়ান এইজ), শরীফ প্রধান (আলোকিত বাংলাদেশ), আলমগীর হোসেন (কুমিল্লার কাগজ)

মামুনুর রশিদ রুবেল (প্রতিদিনের বাংলাদেশ), হোসাইন মোহাম্মদ দিদার (আমাদের নতুন সময়), সোহেল আহম্মেদ (আনন্দ টিভি),আবু কোরাইশ আপেল (বাংলা টিভি), সাহাব উদ্দিন ( মোহনা টিভি) প্রমূখ।

এসময় বক্তারা বলেন, সাংবাদিক নাদিম হত্যার মাস্টারমাইন্ড ইউপি চেয়ারম্যান বাবু ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দিয়েছিলেন। কিন্তু সেই মামলা মিথ্যা প্রমাণিত হওয়ায় আদালত তা খারিজ করে দেন। কিন্তু মামলা খারিজের কয়েক ঘণ্টার মধ্যেই চেয়ারম্যান বাবু নিজে উপস্থিত থেকে সাংবাদিক নাদিমকে নৃশংসভাবে হত্যা করে।

এছাড়া মানববন্ধনে সামাজিক সংগঠন সৃষ্টির উপদেষ্টা ডাঃ মোজাম্মেল হোসেন, ইব্রাহিমসহ দাউদকান্দি ও তিতাস উপজেলার  বিভিন্ন সাংবাদিক সংগঠনের সদস্যরা অংশগ্রহন করে।

পিকে/এসপি

সম্পাদকীয় :

প্রধান সম্পাদক : মোঃ মাকসুদেল হোসেন খান

সম্পাদক : মো. শরীফুল ইসলাম (শরীফ প্রধান)

যোগাযোগ : 01675785122

ই-মেইল : [email protected]

অফিস :

ঢাকা অফিস : হাউজ#৬, রোড#০৩, ব্লক#জে, বারিধারা ঢাকা-১২২৯।

কুমিল্লা অফিস : কদমতলী সুপার মার্কেট (ভূমি অফিস সংলগ্ন), বলদাখাল রোড, দাউদকান্দি পৌর বাজার, দাউদকান্দি, কুমিল্লা।

ওয়েবসাইট : www.prodhankhabor.com