দাউদকান্দিতে বঙ্গবন্ধু জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে পৌরসভা একাদশ চ্যাম্পিয়ন

আপলোড সময় : ১৫-০৬-২০২৩ ০৭:৪৩:৫৬ অপরাহ্ন , আপডেট সময় : ১৫-০৬-২০২৩ ০৭:৪৬:০৪ অপরাহ্ন
কুমিল্লার দাউদকান্দিতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান (বালক অনুর্ধ্ব ১৭) জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৫ জুন) বিকেলে দাউদকান্দি উপজেলা ক্রিড়া সংস্থার আয়োজনে দাউদকান্দি আদর্শ পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে ফাইনাল খেলায় দাউদকান্দি উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা ক্রিড়া সংস্থার সভাপতি মোঃ মহিনুল হাসানের সভাপতিত্বে ও উপজেলা ক্রিড়া সংস্থার সাধারণ সম্পাদক খোরশেদ আলম টাইগারের পরিচালনায়।

প্রধান অতিথি ছিলেন, প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মেজর জেনারেল (অব.) সুবিদ আলী ভূঁইয়া, এমপি৷ এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) জিয়াউর রহমান,

উপজেলা ভাইস-চেয়ারম্যান তারিকুল ইসলাম নয়ন, পৌরসভার মেয়র নাইম ইউসুফ সেইন, প্যানেল মেয়র রকিব উদ্দিন রকিব,বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম, সোহরাব হোসেন, ক্রিড়া সংগঠক কামরুল হাসান গরিব প্রমূখ৷

উক্ত খেলায় উপজেলার ১৫ টি ইউনিয়ন পরিষদ ও ১ পৌরসভাসহ ১৬টি দল অংগ্রহন করে। ফাইনাল খেলায় গৌরীপুর ইউনিয়ন পরিষদ ২-২ গোলে দাউদকান্দি পৌরসভা একাদশের সঙ্গে ড্র হওয়ায় গৌরীপুর ইউনিয়ন পরিষদ তা মেনে না নিয়ে মাঠ ছেড়ে চলে গেলে রেফারী ক্রস গোলের মাধ্যমে পৌরসভা একাদশকে চ্যাম্পিয়ন ঘোষনা করেন৷ খেলা উপভোগ করতে শতশত দর্শক মাঠের চারপাশে উপস্থিত ছিলেন।

পিকে/এসপি

সম্পাদকীয় :

প্রধান সম্পাদক : মোঃ মাকসুদেল হোসেন খান

সম্পাদক : মো. শরীফুল ইসলাম (শরীফ প্রধান)

যোগাযোগ : 01675785122

ই-মেইল : [email protected]

অফিস :

ঢাকা অফিস : হাউজ#৬, রোড#০৩, ব্লক#জে, বারিধারা ঢাকা-১২২৯।

কুমিল্লা অফিস : কদমতলী সুপার মার্কেট (ভূমি অফিস সংলগ্ন), বলদাখাল রোড, দাউদকান্দি পৌর বাজার, দাউদকান্দি, কুমিল্লা।

ওয়েবসাইট : www.prodhankhabor.com