হোমনায় শতাধিক অবৈধ ম্যাজিক জাল ধ্বংস

আপলোড সময় : ১৪-০৬-২০২৩ ০৮:১৯:৫২ অপরাহ্ন , আপডেট সময় : ১৪-০৬-২০২৩ ০৮:২২:৪৮ অপরাহ্ন
কুমিল্লার হোমনায় উপজেলা প্রশাসনের উদ্যোগে তিতাস নদী, খাল-বিল ও মুক্ত জলাশয়ে মৎস্য সম্পদ রক্ষায় নিষিদ্ধ শতাধিক ম্যাজিক জাল জব্দ করে আগুনে পুড়িয়ে দেয়া হয়।

মঙ্গলবার (১৩ জুন) মুক্ত জলাশয়ে মৎস সম্পদ সংরক্ষণে উপজেলা মৎস অফিসের অভিযোগে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এ জালগুলো ধ্বংস করা হয়। ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিষ্ট্রেট উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইউছুফ হাসান।

এ সময় উপস্থিত ছিলেন, কুমিল্লা জেলা মৎস্য অধিদপ্তরের সিনিয়র সহকারী পরিচালক মো. রবিউল আলম পারভেজ, উপজেলা মৎস্য অফিসার শাহেনুর মিয়া, থানার এসআই মো. ইকবাল মনিরসহ হোমনা থানা পুলিশের একটি চৌকশ দল।

পিকে/এসপি

সম্পাদকীয় :

প্রধান সম্পাদক : মোঃ মাকসুদেল হোসেন খান

সম্পাদক : মো. শরীফুল ইসলাম (শরীফ প্রধান)

যোগাযোগ : 01675785122

ই-মেইল : [email protected]

অফিস :

ঢাকা অফিস : হাউজ#৬, রোড#০৩, ব্লক#জে, বারিধারা ঢাকা-১২২৯।

কুমিল্লা অফিস : কদমতলী সুপার মার্কেট (ভূমি অফিস সংলগ্ন), বলদাখাল রোড, দাউদকান্দি পৌর বাজার, দাউদকান্দি, কুমিল্লা।

ওয়েবসাইট : www.prodhankhabor.com