মতলব উত্তর অফিসার্স ক্লাব'র উদ্যোগে

সিআইপি ইসফাক আহসান'কে সন্মাননা প্রদান

আপলোড সময় : ১০-০৬-২০২৩ ০৮:০০:১৪ অপরাহ্ন , আপডেট সময় : ১০-০৬-২০২৩ ০৮:০৪:৫৩ অপরাহ্ন
জাকির হোসেন বাদশা: চাঁদপুরের মতলব উত্তর উপজেলা অফিসার্স ক্লাবের পক্ষ থেকে এম ইসফাক আহসান সিআই পি কে সন্মাননা প্রদান করা হয়েছে।

জানা যায়, ওই উপজেলার অফিসার্স ক্লাব ভবন নির্মাণ, ফার্নিচার প্রদানসহ বিভিন্ন উন্নয়ন কর্মকান্ডে আর্থীক সহযোগীতা করায় (আজ শনিবার) বিকেলে বাংলাদেশ আওয়ামী যুবলীগের সাবেক কেন্দ্রীয় কমিটির সদস্য বিশিষ্ট শিল্পপতি সিআইপি এম ইসফাক আহসানকে উপজেলা নির্বাহী অফিসার আশরাফুল হাসান এই সম্মাননা ক্রেস্ট প্রদান করেন ৷

এসময় উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার ভূমি মোঃ আল এমরান খান, প্রকল্পবাস্তবায়ন কর্মকর্তা মোঃ আওরঙ্গজেব, সমাজসেবা অফিসার আনিছুর রহমান তপু, সমবায় অফিসার ফারুকুল আমিন, উপজেলা নির্বাচন কর্মকর্তা আবু তাহের সহ উপজেলার বিভিন্ন দপ্তরের প্রধানগণ।

পিকে/এসপি।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদক : মোঃ মাকসুদেল হোসেন খান

সম্পাদক : মো. শরীফুল ইসলাম (শরীফ প্রধান)

যোগাযোগ : 01675785122

ই-মেইল : [email protected]

অফিস :

ঢাকা অফিস : হাউজ#৬, রোড#০৩, ব্লক#জে, বারিধারা ঢাকা-১২২৯।

কুমিল্লা অফিস : কদমতলী সুপার মার্কেট (ভূমি অফিস সংলগ্ন), বলদাখাল রোড, দাউদকান্দি পৌর বাজার, দাউদকান্দি, কুমিল্লা।

ওয়েবসাইট : www.prodhankhabor.com