সিলেটে ট্রাক-পিকআপ সংঘর্ষ, নিহত বেড়ে ১৫

আপলোড সময় : ০৭-০৬-২০২৩ ১১:১৭:০৩ পূর্বাহ্ন , আপডেট সময় : ০৭-০৬-২০২৩ ১১:১৮:০৫ পূর্বাহ্ন
সিলেটে ট্রাকের সঙ্গে পিকআপের সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৫ জনে। সংঘর্ষে ঘটনাস্থলে ১১ জন ও হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরো চারজন নিহত হন। বুধবার (৭ জুন) সকাল সাড়ে ৬ টার দিকে সিলেটের নাজির বাজার এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া) সুদীপ দাস। নিহতরা হলেন—সুনামগঞ্জের দিরাই ভাটিপাড়া গ্রামের হারিছ মিয়া (৫০), সৌরভ (২৫), সাধু মিয়া (৩০), সাহেদ নুর (৪৫), সাগর (২০), বাহাদুর পুরের ওয়াহিদ আলী (৩০), রশিদ মিয়া (৪০), দুলাল মিয়া (৪৫), বাদশা মিয়া (৩০)। অন্যদের নাম পরিচয় জানা যায়নি।

জানা গেছে, নিহতরা সবাই নির্মাণশ্রমিক। দক্ষিণ সুরমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সামসুদ্দোহা জানান, সকালে সিলেট থেকে ২০-২২ জন শ্রমিককে নিয়ে তাজপুরের দিকে যাচ্ছিলো পিকআপ ভ্যানটি। নাজিরবাজার এলাকায় পৌঁছালে মুন্সিগঞ্জ থেকে আসা একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়।

এতে ভ্যান থেকে ছিটকে পড়ে ঘটনাস্থলেই মারা যান ১১ শ্রমিক। তিনি আরও জানান, আহতদের ওসমানী মেডিকেল কলেজে ভর্তি করা হয়। দুর্ঘটনার পর পিকআপ ভ্যানের চালক পালিয়ে গেছে। তবে আহতাবস্থায় ট্রাক চালককে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এদিকে, দুর্ঘটনার খবর পেয়ে উপ-পরিচালক মনিরুজ্জামানের নেতৃত্বে সিলেট ফায়ার সার্ভিসের ৭টি টিম ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কাজ চালায় এবং হতাহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়।

পিকে/এসপি

সম্পাদকীয় :

প্রধান সম্পাদক : মোঃ মাকসুদেল হোসেন খান

সম্পাদক : মো. শরীফুল ইসলাম (শরীফ প্রধান)

যোগাযোগ : 01675785122

ই-মেইল : [email protected]

অফিস :

ঢাকা অফিস : হাউজ#৬, রোড#০৩, ব্লক#জে, বারিধারা ঢাকা-১২২৯।

কুমিল্লা অফিস : কদমতলী সুপার মার্কেট (ভূমি অফিস সংলগ্ন), বলদাখাল রোড, দাউদকান্দি পৌর বাজার, দাউদকান্দি, কুমিল্লা।

ওয়েবসাইট : www.prodhankhabor.com