কিংয়ের সেঞ্চুরিতে সহজ জয়ে শুরু ওয়েস্ট ইন্ডিজের

আপলোড সময় : ০৫-০৬-২০২৩ ০৪:৩১:৩৬ অপরাহ্ন , আপডেট সময় : ০৫-০৬-২০২৩ ০৪:৩২:৪১ অপরাহ্ন
৫ জুন ২০২৩ (বাসস) : ওপেনার ব্রান্ডন কিংয়ের ক্যারিয়ারের প্রথম ওয়ানডে সেঞ্চুরিতে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে জয় দিয়ে তিন ম্যাচের সিরিজ শুরু করলো ওয়েস্ট ইন্ডিজ। গতরাতে সিরিজের প্রথম ওয়ানডেতে ওয়েস্ট ইন্ডিজ ৭ উইকেটে হারিয়েছে আরব আমিরাতকে।

১১২ বলে ১১২ রান করেন কিং। শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে প্রথমে ব্যাট করতে নামে আরব আমিরাত। ব্যাটাররা বড় ইনিংস খেলতে না পারলে ১৭ বল বাকী থাকতে সব উইকেট হারিয়ে ২০২ রানের সংগ্রহ পায় স্বাগতিক আরব আমিরাত।

৫২ বলে দলের পক্ষে সর্বোচ্চ ৫৮ রান করেন আলি নাসের। সাত নম্বরে নেমে ৫টি চার ও ২টি ছক্কা মারেন তিনি । দ্বিতীয় সর্বোচ্চ ৪০ রান করেন বৃত্তিয়া অরবিন্দ। ওয়েস্ট ইন্ডিজের কিমো পল ৩টি, ডোমিনিক ড্রাকস-ওডিন স্মিথ-ইয়ানিক ক্যারিয়া ২টি করে উইকেট নেন।

জবাবে ওপেনার কিংয়ের সেঞ্চুরিতে ৮৮ বল বাকী থাকতে ৩ উইকেটে ২০৬ রান করে জয়ের স্বাদ পায় ওয়েস্ট ইন্ডিজ। ১২টি চার ও ৪টি ছক্কায় ১১২ রান করে ম্যাচ সেরা হন কিং।

ওয়ানডে ক্যারিয়ারের ২৩তম ম্যাচে এসে প্রথম সেঞ্চুরির দেখা পেলেন কিং। ১-০ ব্যবধানে এগিয়ে থেকে আগামীকাল সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে আরব আমিরাতের মুখোমুখি হবে ওয়েস্ট ইন্ডিজ। 

পিকে/এসপি

সম্পাদকীয় :

প্রধান সম্পাদক : মোঃ মাকসুদেল হোসেন খান

সম্পাদক : মো. শরীফুল ইসলাম (শরীফ প্রধান)

যোগাযোগ : 01675785122

ই-মেইল : [email protected]

অফিস :

ঢাকা অফিস : হাউজ#৬, রোড#০৩, ব্লক#জে, বারিধারা ঢাকা-১২২৯।

কুমিল্লা অফিস : কদমতলী সুপার মার্কেট (ভূমি অফিস সংলগ্ন), বলদাখাল রোড, দাউদকান্দি পৌর বাজার, দাউদকান্দি, কুমিল্লা।

ওয়েবসাইট : www.prodhankhabor.com