ভালো রাখলে পরিবেশ' ভালো থাকবে বাংলাদেশ এই স্লোগানকে সামনে রেখে ৫ জুন বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে পরিবেশ রক্ষার জন্য প্লাস্টিকের ব্যবহার কমিয়ে, যত্রতত্র প্লাস্টিক বর্জ্য ফেলার প্রতিবাদে এবং মহাসড়কের পাশে ময়লা ফেলা বন্ধের দাবীতে সাইক্লিং ক্যাম্পেইন ও সচেতনতা কর্মসূচী অনুষ্ঠিত হয়েছে।
আজ (সোমবার) সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার দাউদকান্দির গাজীপুর -তালতুলী এলাকায় এই সচেতনতা অভিযান কর্মসূচি উদযাপন করে সামাজিক-স্বেচ্ছাসেবী সংগঠন " বাংলাদেশ ফ্রেন্ডশিপ ফাউন্ডেশন।
সংগঠনটির নির্বাহী পরিচালক এস এম মিজান বলেন, বীট প্লাস্টিক পলিউশন" পলিথিনের দূষণ এড়ানো শ্লোগানে সরকারের পরিবেশ অধিদপ্তরের ঘোষিত কর্মসূচি "সবাই মিলে করি পণ, বন্ধ হবে প্লাস্টিক দূষণ" এমন বার্তা ছড়িয়ে দিতে সরকারের পাশাপাশি স্বেচ্ছায় পরিবেশ সুরক্ষার জন্য আমরাও কাজ করছি।
কর্মসূচিতে অংশ গ্রহন করেছে, বাংলাদেশ ফ্রেন্ডশিপ ফাউন্ডেশন, দাউদকান্দি রিপোর্টার্স ক্লাব, গোয়ালমারী সাইক্লিটস ও গৌরীপুর সাইক্লিটস টীমের সদস্যরা। অনুষ্ঠিত কর্মসূচীতে বক্তব্য রাখেন, দাউদকান্দি রিপোর্টার্স ক্লাবের সভাপতি সাংবাদিক শরীফ প্রধান, গোয়ালমারী সাইক্লিটস এর প্রতিষ্ঠাতা মোহাম্মদ মাহবুবুল আলম, সদস্য ফাহাদ ও গৌরীপুর সাইক্লিটস টীমের লিডার সাজিদ ।কর্মসূচীতে অংশগ্রহনকারী সদস্যদের মাঝে সনদ বিতরণ করা হয়।
বক্তারা বলেন, মহাসড়কের দুইপাশ এবং সড়ক দ্বীপে যত্রতত্র ময়লা আবর্জনা ফেলে আগুন জ্বালিয়ে পলিথিন বর্জ্য পুড়িয়ে পরিবেশে ভয়াবহ বিপর্যয় ডেকে আনছে পরিবেশ বিরোধীরা। পরিকল্পিতভাবে পরিবেশ দূষণ দুর্গন্ধ রোধ করা না হলে আমাদের প্রজন্ম ধ্বংসের দ্বারপ্রান্তে পৌঁছবে অচিরেই।
পিকে/এসপি
আজ (সোমবার) সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার দাউদকান্দির গাজীপুর -তালতুলী এলাকায় এই সচেতনতা অভিযান কর্মসূচি উদযাপন করে সামাজিক-স্বেচ্ছাসেবী সংগঠন " বাংলাদেশ ফ্রেন্ডশিপ ফাউন্ডেশন।
সংগঠনটির নির্বাহী পরিচালক এস এম মিজান বলেন, বীট প্লাস্টিক পলিউশন" পলিথিনের দূষণ এড়ানো শ্লোগানে সরকারের পরিবেশ অধিদপ্তরের ঘোষিত কর্মসূচি "সবাই মিলে করি পণ, বন্ধ হবে প্লাস্টিক দূষণ" এমন বার্তা ছড়িয়ে দিতে সরকারের পাশাপাশি স্বেচ্ছায় পরিবেশ সুরক্ষার জন্য আমরাও কাজ করছি।
কর্মসূচিতে অংশ গ্রহন করেছে, বাংলাদেশ ফ্রেন্ডশিপ ফাউন্ডেশন, দাউদকান্দি রিপোর্টার্স ক্লাব, গোয়ালমারী সাইক্লিটস ও গৌরীপুর সাইক্লিটস টীমের সদস্যরা। অনুষ্ঠিত কর্মসূচীতে বক্তব্য রাখেন, দাউদকান্দি রিপোর্টার্স ক্লাবের সভাপতি সাংবাদিক শরীফ প্রধান, গোয়ালমারী সাইক্লিটস এর প্রতিষ্ঠাতা মোহাম্মদ মাহবুবুল আলম, সদস্য ফাহাদ ও গৌরীপুর সাইক্লিটস টীমের লিডার সাজিদ ।কর্মসূচীতে অংশগ্রহনকারী সদস্যদের মাঝে সনদ বিতরণ করা হয়।
বক্তারা বলেন, মহাসড়কের দুইপাশ এবং সড়ক দ্বীপে যত্রতত্র ময়লা আবর্জনা ফেলে আগুন জ্বালিয়ে পলিথিন বর্জ্য পুড়িয়ে পরিবেশে ভয়াবহ বিপর্যয় ডেকে আনছে পরিবেশ বিরোধীরা। পরিকল্পিতভাবে পরিবেশ দূষণ দুর্গন্ধ রোধ করা না হলে আমাদের প্রজন্ম ধ্বংসের দ্বারপ্রান্তে পৌঁছবে অচিরেই।
পিকে/এসপি