তানভীর-সভাপতি ও রুহিকে সম্পাদক করে

কুমিল্লা ইয়াং ল'ইয়ারর্স অ্যাসোসিয়েশনের কমিটি গঠন

আপলোড সময় : ০৪-০৬-২০২৩ ১০:৪১:৩৩ অপরাহ্ন , আপডেট সময় : ০৪-০৬-২০২৩ ১১:০১:৫৬ অপরাহ্ন
এডভোকেট তানভীর আহমেদ সভাপতি, আবু জিহাদ মুহাম্মদ রুহি সাধারণ সম্পাদক ও এডভোকেট নুরুন্নবী আহমেদকে ১নং যুগ্ন সাধারন সম্পাদক করে কুমিল্লা ইয়াং ল'ইয়ারর্স অ্যাসোসিয়েশন-২০২৩ ব্যাচের ৫০ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে।

আজ কুমিল্লা জেলা বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ এর আহ্বায়ক ও উপজেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট মোঃ ইউসুফ ভুইয়া, সদস্য সচিব এডভোকেট মোস্তাফিজুর রহমান লিটন ও কুমিল্লা ইয়াং ল'ইয়ারর্স অ্যাসোসিয়েশনের প্রতিষ্ঠাতা এডভোকেট জিয়াউল হাসান চৌধুরী সোহাগ ও

কুমিল্লা ইয়াং ল'ইয়ারর্স অ্যাসোসিয়েশন সভাপতি অ্যাডভোকেট এএমএম মইন ও সাধারণ সম্পাদকএডভোকেট শাহাজালাল স্বাক্ষরিত একটি কাগজে এই কমিটির অনুমোদন প্রদান করা হয়।

কমিটির অন্য সদস্যরা হলেন, সহ-সভাপতি শফিকুল ইসলাম, ফয়জুল হাসান বাবু, জাকির হোসেন নয়ন, আশরাফ হোসেন, শারমিন খান, গাজী মোহাম্মাদ ইয়াছিন মিয়া, আফরোজা আক্তার। যুগ্ম সাধারণ সম্পাদক কামরুন নাহার মিনু, শাওন রহমান।

সাংগঠনিক সম্পাদক আল হাদিস, এমদাদ খান, আল নোমায়ের সোহাগ, আবুল বাশার (আরজু), মেহেদী হাসান (রুদ্র), সিমুল হাসান ও সাবিহা সুলতানা। দপ্তর সম্পাদক রেদওয়ান আহমেদ, সহ-দপ্তর সম্পাদক প্রবীর চন্দ্র রায়, আইন বিষয়ক সম্পাদক রেবেকা সুলতানা, সহ-আইন বিষয়ক সম্পাদক ফারজানা ফেরদৌসি আইরিন।

মানবাধিকার বিষয়ক সম্পাদক শারমিন আক্তার অপি, সহ-মানবাধিকার বিষয়ক সম্পাদক নচিবা মোহাম্মদ যুথী। প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক শ্রী সীমান্ত বিশ্বাস, প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক মো. মহসিন। সেমিনার বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম, সহ-সেমিনার বিষয়ক সম্পাদক জান্নাতুল ফেরদৌস যুথী।

সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মোতালেব হোসেন মামুন,সহ-সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক রেশমা আক্তার, সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক মোহাম্মদ আরিফ ফরাজ , সহ-সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক নাঈমুর রহমান। অর্থ বিষয়ক সম্পাদক রাসেল খন্দকার, সহ অর্থ বিষয়ক সম্পাদক মৃত্যুঞ্জয় অধিকারী, ধর্ম বিষয়ক সম্পাদক মুরাদ হোসেন, সহ ধর্ম বিষয়ক সম্পাদক সুমন দেবনাথ।

কমিটির সদস্যরা হলেন, কানিজ ফাতেমা বৃষ্টি, মেজবাহ উদ্দিন পাবেল, আমির হোসেন, শামীমা সুলতানা, মাইমুনা আক্তার সীমা, মোহাম্মদ আলী হোসেন, আব্দুল কাদের জিলানী উম্মে সালেহা, আবুল হাসনাত খন্দকার, মো. রিয়াজ উদ্দিন, মোহাম্মদ ইকবাল হোসেন, রোকসানা সিকদার পলি ও তানজীনা ইসলাম।

পিকে/এসপি

সম্পাদকীয় :

প্রধান সম্পাদক : মোঃ মাকসুদেল হোসেন খান

সম্পাদক : মো. শরীফুল ইসলাম (শরীফ প্রধান)

যোগাযোগ : 01675785122

ই-মেইল : [email protected]

অফিস :

ঢাকা অফিস : হাউজ#৬, রোড#০৩, ব্লক#জে, বারিধারা ঢাকা-১২২৯।

কুমিল্লা অফিস : কদমতলী সুপার মার্কেট (ভূমি অফিস সংলগ্ন), বলদাখাল রোড, দাউদকান্দি পৌর বাজার, দাউদকান্দি, কুমিল্লা।

ওয়েবসাইট : www.prodhankhabor.com