কুমিল্লায় র‍্যাব-১১'র অভিযান ৫৫ কেজী গাজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার'

আপলোড সময় : ০২-০৬-২০২৩ ০২:৩৬:২০ অপরাহ্ন , আপডেট সময় : ০২-০৬-২০২৩ ০২:৩৮:০৩ অপরাহ্ন
র‍্যাব-১১ সিপিসি-২, কুমিল্লার বিশেষ অভিযানে কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম উপজেলার বদরপুর এলাকা হতে ৫৫ কেজি গাঁজা’সহ ২ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার করা হয়েছে।

নিয়মিত টহলের অংশ হিসাবে গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-১১'র সিপিসি-২ এর একটি আভিযানিক দল আজ ২ জুন সকালে কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম উপজেলার বদরপুর এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে ৫৫ কেজি গাঁজা’সহ দুইজন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়।

গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীরা হলো, কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম উপজেলার বদরপুর গ্রামের মৃত আলী আশরাফ এর ছেলে রাসেল কাজী (২৯) এবং একই গ্রামের মোঃ শাহজাহান এর ছেলে মোঃ রুবেল মিয়া (২১)।

প্রাথমিক অনুসন্ধান ও গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীদ্বয়কে প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা দীর্ঘদিন যাবৎ কুমিল্লা’সহ দেশের বিভিন্ন স্থানে গাঁজাসহ অন্যান্য মাদকদ্রব্য সরবরাহ করে আসছিল বলে স্বীকার করে।

উক্ত বিষয়ে গ্রেফতারকৃত আসামীদ্বয়ের বিরুদ্ধে কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন। মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে র‍্যাবের অভিযান অব্যাহত থাকবে। প্রেস বিজ্ঞপ্তি

পিকে/এসপি

সম্পাদকীয় :

প্রধান সম্পাদক : মোঃ মাকসুদেল হোসেন খান

সম্পাদক : মো. শরীফুল ইসলাম (শরীফ প্রধান)

যোগাযোগ : 01675785122

ই-মেইল : [email protected]

অফিস :

ঢাকা অফিস : হাউজ#৬, রোড#০৩, ব্লক#জে, বারিধারা ঢাকা-১২২৯।

কুমিল্লা অফিস : কদমতলী সুপার মার্কেট (ভূমি অফিস সংলগ্ন), বলদাখাল রোড, দাউদকান্দি পৌর বাজার, দাউদকান্দি, কুমিল্লা।

ওয়েবসাইট : www.prodhankhabor.com