লাকসামে খাদ্যের নিরাপত্তায় স্কুল ভিত্তিক কর্মশালা

আপলোড সময় : ০১-০৬-২০২৩ ১২:৪৩:২৫ অপরাহ্ন , আপডেট সময় : ০১-০৬-২০২৩ ১২:৪৫:০০ অপরাহ্ন
কুমিল্লা লাকসামে নিরাপদ খাদ্য নিরাপত্তায় স্কুল ভিত্তিক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সকালে ইছাপুরা সেন্ট্রাল হাই স্কুলে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ আয়োজিত শিক্ষা স্বাস্থ্য উন্নয়ন কার্যক্রম (শিসউক) এর সহযোগিতায় কর্মশালাটি অনুষ্ঠিত হয়।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল ফয়েজের সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি ছিলেন লাকসাম উপজেলা নির্বাহী অফিসার মাহফুজা মতিন। কর্মশালায় বক্তরা নিরাপদ খাবারের জন্য সকলকে সচেতন হওয়ার আহবান জানান।

যেসকল খাবারে ক্যমিকেল মিশানো থাকে, সেসকল খাবার বর্জন করার আহবান জানানো হয়।। সকলের স্বাস্থ্য ঠিক রাখার জন্য বেশি বেশি আয়োডিনযুক্ত খাবার শাক, ডিম, দুধসহ বিষমুক্ত ফলমূল খাওয়ার জন্য অনুরোধ জানানো হয়।

কর্মশালায উপস্থিত ছিলেন, শিক্ষা স্বাস্থ্য উন্নয়ন কার্যক্রম (শিসউক) এর প্রোগ্রাম ডিরেক্টর মো. জিল্লুর রহমান, আঞ্চলিক সমন্বয়ককারী মোঃ কামরুজ্জামান, মনোহরগঞ্জ প্রেসক্লাব আহ্বায়ক ও সাবেক সভাপতি মোঃ হুমায়ুন কবির মানিক সহ স্বাস্থ্য ও সমাজউন্নয়নকর্মীরা।

পিকে/এসপি

সম্পাদকীয় :

প্রধান সম্পাদক : মোঃ মাকসুদেল হোসেন খান

সম্পাদক : মো. শরীফুল ইসলাম (শরীফ প্রধান)

যোগাযোগ : 01675785122

ই-মেইল : [email protected]

অফিস :

ঢাকা অফিস : হাউজ#৬, রোড#০৩, ব্লক#জে, বারিধারা ঢাকা-১২২৯।

কুমিল্লা অফিস : কদমতলী সুপার মার্কেট (ভূমি অফিস সংলগ্ন), বলদাখাল রোড, দাউদকান্দি পৌর বাজার, দাউদকান্দি, কুমিল্লা।

ওয়েবসাইট : www.prodhankhabor.com