শেয়ার মার্কেট ব্রডকাস্ট জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের কমিটিতে

যুগ্ন সম্পাদক হলেন দাউদকান্দির কৃতিসন্তান হাসান কবির জনি

আপলোড সময় : ৩১-০৫-২০২৩ ০৪:১৪:৫৭ অপরাহ্ন , আপডেট সময় : ৩১-০৫-২০২৩ ০৫:৩১:১০ অপরাহ্ন
দেশের শেয়ারবাজার বিটের সাংবাদিকদের সংগঠন 'শেয়ার মার্কেট ব্রডকাস্ট জার্নালিস্ট অ্যাসোসিয়েশন'র নতুন কমিটির যুগ্ন সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন দাউদকান্দির কৃতি সন্তান হাসান কবির জনি।

সোমবার (২৯ মে) রাজধানীর গুলশান নর্থ ক্লাবে অনুষ্ঠিত সংগঠনটির সভায় নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। গঠিত কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন হাসিব হাসান ও তৃষ্ণা হোমরায় তন্বী।

প্রায় এক যুগেরও বেশি সময় ধরে হাসান কবির জনি অর্থনীতি বিষয়ক সাংবাদিকতার সঙ্গে সম্পৃক্ত রয়েছেন। পেশাগত জীবনে তিনি শেয়ারবাজার বিষয়ক দেশের একমাত্র জাতীয় দৈনিক শেয়ার বিজের চীফ রিপোর্টারের দায়িত্ব পালন করেন।

এছাড়াও জাতীয় দৈনিক দেশ প্রতিক্ষনের বার্তা সম্পাদক, পুঁজিবাজারডটকমের বিশেষ প্রতিবেদক, শেয়ারবাজার বিষয়ক দেশের প্রথম অনলাইন নিউজ পোর্টাল শেয়ারনিউজ২৪.কমের নির্বাহী সম্পাদকের দায়িত্ব পালন করেন। বর্তমানে তিনি অর্থনীতি বিষয়ক দেশের জনপ্রিয় নিউজ পোর্টাল বিজনেস জার্নাল-এর প্রকাশক ও সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।

জানা গেছে, ওইদিন কমিটির সকল সদস্যের সিদ্ধান্ত অনুযায়ী অন্যদের মধ্যে সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করবেন মো: সানি আহম্মেদ এবং রাজিব জামান। এছাড়া যুগ্ম সম্পাদক বাবু কামরুজ্জামান, সাংগঠনিক সম্পাদক রহমান রনো, সহ-সাংগঠনিক সম্পাদক ফরিদ আহমেদ

কোষাধ্যক্ষ বাবলি ইয়াসমিন, প্রচার সম্পাদক জাহিদুল ইসলাম সুজন, প্রশিক্ষণ ও শিক্ষা বিষয়ক সম্পাদক ফয়সাল আহমেদ এবং সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক হিসেবে স্বপ্ন রোজ দায়িত্ব পালন করবেন।

প্রসঙ্গত, হাসান কবির জনি কুমিল্লা জেলাধীন দাউদকান্দি উপজেলার খানেবাড়ী গ্রামের ঐতিহ্যবাহী ভূইয়া পরিবারে জন্ম গ্রহণ করেন। তার পিতা মো: হুমায়ুন কবির ভূইয়া বর্তমানে দাউদকান্দি উপজেলার বিটেশ্বর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন।

স্বাধীনতা পরবর্তী সময় থেকেই তার পরিবারের সদস্যরা এলাকার উন্নয়নে এবং অসহায় মানুষের পাশে থেকে কাজ করে যাচ্ছেন।

পিকে/এসপি

সম্পাদকীয় :

প্রধান সম্পাদক : মোঃ মাকসুদেল হোসেন খান

সম্পাদক : মো. শরীফুল ইসলাম (শরীফ প্রধান)

যোগাযোগ : 01675785122

ই-মেইল : [email protected]

অফিস :

ঢাকা অফিস : হাউজ#৬, রোড#০৩, ব্লক#জে, বারিধারা ঢাকা-১২২৯।

কুমিল্লা অফিস : কদমতলী সুপার মার্কেট (ভূমি অফিস সংলগ্ন), বলদাখাল রোড, দাউদকান্দি পৌর বাজার, দাউদকান্দি, কুমিল্লা।

ওয়েবসাইট : www.prodhankhabor.com