সুনামগঞ্জে ভূমিসেবা সপ্তাহের উদ্বোধন

আপলোড সময় : ২২-০৫-২০২৩ ০৬:১৯:১৪ অপরাহ্ন , আপডেট সময় : ২২-০৫-২০২৩ ০৬:২০:৫৮ অপরাহ্ন
সুনামগঞ্জে ভুমিসেবা সপ্তাহ ২০২৩ পালিত হয়েছে।   সোমবার (২২ মে) দুপুরে জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে ভূমি সেবা সপ্তাহ ২০২৩ এর উদ্বোধন ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক দিদারের আলম মোহাম্মদ মাকসুদ চৌধুরী।

সহকারী কমিশনার ভূমি ইমদাদুল হক শরীফের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব বিজন কুমার সিংহ। আরও বক্তব্য রাখেন ডিডিএলজি  মোহাম্মদ জাকির হোসেন, জেলা রেজিস্টার মফিজুল ইসলাম।

আরডিসি সাইফুল ইসলাম জিপি এডভোকেট আখতারুজ্জামান সেলিম, কোর্ট ইন্সপেক্টর বোরহান উদ্দিন, মুক্তিযোদ্ধা নুরুল মোমেন, সুনামগঞ্জ রিপোর্টার্স ইউনিটির সভাপতি লতিফুর রহমান রাজু, তাহিরপুর উপজেলা আ'লীগের সাধারণ সম্পাদক অমল কর।

ভূমি কর্মকর্তা নুর আলী, কামাল হোসেন, ছাব্বির আহমেদ প্রমুখ।  আলোচনা সভায় বক্তারা বাড়িতে থেকে মোবাইলের মাধ্যমে ই-নামজারি, জমির ম্যাপ খতিয়ান পর্চা ভুমি উন্নয়ন কর প্রদান বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করেন। উন্মুক্ত আলোচনা পর্বে স্থানীয় গণমাধ্যমকর্মী, কৃষক, বীর মুক্তিযোদ্ধা সহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ অংশ গ্রহণ করেন।

প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক দিদারের আলম মোহাম্মদ মাকসুদ চৌধুরী বলেন, সরকার স্মার্ট ভুমি সেবা চালু করেছেন। যাতে ঘরে বসে মানুষ ভুমি সেবা পান। সে জন্য সবাইকে দায়িত্বশীল ভুমিকা পালন করতে হবে। গ্রামের মানুষ যেন হয়রানি মুক্ত পরিবেশে ভুমি সেবা পান সেদিকে খেয়াল রাখতে হবে। তৃণমূলের লোকজনকে সরকারের এই সেবামূলক কাজের বিষয়ে অবগত করার জন্য সবাইকে অনুরোধ জানান।

পিকে/এসপি

সম্পাদকীয় :

প্রধান সম্পাদক : মোঃ মাকসুদেল হোসেন খান

সম্পাদক : মো. শরীফুল ইসলাম (শরীফ প্রধান)

যোগাযোগ : 01675785122

ই-মেইল : [email protected]

অফিস :

ঢাকা অফিস : হাউজ#৬, রোড#০৩, ব্লক#জে, বারিধারা ঢাকা-১২২৯।

কুমিল্লা অফিস : কদমতলী সুপার মার্কেট (ভূমি অফিস সংলগ্ন), বলদাখাল রোড, দাউদকান্দি পৌর বাজার, দাউদকান্দি, কুমিল্লা।

ওয়েবসাইট : www.prodhankhabor.com