কুমিল্লা জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত

আপলোড সময় : ২১-০৫-২০২৩ ১০:৫৪:৫৩ অপরাহ্ন , আপডেট সময় : ২১-০৫-২০২৩ ১০:৫৫:৪৪ অপরাহ্ন
কুমিল্লা জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (২১ মে) সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত এ উন্নয়ন সমন্বয় সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মদ শামীম আলম।

সভায় কুমিল্লা জেলার সকল সরকারি বেসরকারি কার্যালয়ের প্রধানগণ উপস্থিত থেকে স্ব স্ব প্রতিষ্ঠানের উন্নয়ন কার্যক্রমের তথ্য উপস্থাপন করেন। জেলা প্রশাসক মোহাম্মদ শামীম আলম চলমান বিভিন্ন উন্নয়নের ওপর আলোকপাত করে বক্তব্য দেন।

বিগত সভার কার্যবিবরণী তুলে ধরেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) পঙ্কজ বড়ুয়া। সভায় জেলার বিভিন্ন বিষয়ে আলোচনা করে জনকল্যাণে দ্রুত সম্পন্ন করার সিদ্ধান্ত নেয়া হয়। এ সময় বিভিন্ন উপজেলা চেয়ারম্যান, পৌর মেয়র ও উন্নয়ন সমন্বয় কমিটির সদস্যসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

পিকে/এসপি

সম্পাদকীয় :

প্রধান সম্পাদক : মোঃ মাকসুদেল হোসেন খান

সম্পাদক : মো. শরীফুল ইসলাম (শরীফ প্রধান)

যোগাযোগ : 01675785122

ই-মেইল : [email protected]

অফিস :

ঢাকা অফিস : হাউজ#৬, রোড#০৩, ব্লক#জে, বারিধারা ঢাকা-১২২৯।

কুমিল্লা অফিস : কদমতলী সুপার মার্কেট (ভূমি অফিস সংলগ্ন), বলদাখাল রোড, দাউদকান্দি পৌর বাজার, দাউদকান্দি, কুমিল্লা।

ওয়েবসাইট : www.prodhankhabor.com