আন্তর্জাতিক মানের পার্লার কুমিল্লায়

জমকালো আয়োজনে উদ্বোধন হলো "স্টুডিও ব্লাশ"

আপলোড সময় : ১৭-০৫-২০২৩ ১২:৩৩:৪৮ পূর্বাহ্ন , আপডেট সময় : ১৭-০৫-২০২৩ ১২:৩৬:৫৪ পূর্বাহ্ন
জমকালো আয়োজনের মধ্যে দিয়ে কুমিল্লায় উদ্বোধন করা হলো ফ্যাশন জগতের অনন্য নাম স্টুডিও ব্লাশ। ১৬ মে মঙ্গলবার সন্ধ্যায় কুমিল্লা নগরীর ঝাউতলা অজন্তা টাওয়ারের ৬ তলায় আধুনিক সুযোগ সুবিধা সম্বলিত স্টুডিও ব্লাশ এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থেকে কেক কাটেন অজন্তা টাওয়ারের সত্বাধিকারী বেগম লতিফা আজিম ও স্টুডিও ব্লাশ এর স্বত্বাধিকারী ফারহানা আহমেদ। এসময় বিভিন্ন গন্যমান্য ব্যক্তিবর্গ, ফ্যাশনপ্রেমী ও নারী উদ্যাক্তারা উপস্থিত ছিলেন।

"স্টুডিও ব্লাশ-এর স্বত্বাধিকারী ফারহানা আহমেদ বলেন, কুমিল্লাতে আন্তর্জাতিক মানের একটি বিউটি পার্লারের যাত্রা শুরু করতে পেরে আজ আমি আনন্দিত। তিনি আরো বলেন, ফ্যাশন প্রেমীদের চাহিদার কথা ভেবে কুমিল্লায় এই প্রথমবারের মতো আধুনিক সুযোগ সুবিধা সম্বলিত স্টুডিও ব্লাশ চালু করা হয়েছে।

এখানে মেয়েদের বিউটি পার্লার, সেলুন, ব্রাইডাল মেকওভার, কপ্লিট হেয়ার সলিউশনস, ফেসিয়াল হেয়ার-এক্সটেনশন, আই ল্যাশ এক্সটেনশনসহ সব ধরনের সেবা দেয়া হবে। উদ্বোধন উপলক্ষে আগামী ১ সপ্তাহ সকল কাজের উপর ১০ % ছাড় থাকবে। এছাড়ার ছাত্র-ছাত্রীদের জন্য সবসময় বিশেষ ছাড় থাকবে।

পিকে/এসপি

সম্পাদকীয় :

প্রধান সম্পাদক : মোঃ মাকসুদেল হোসেন খান

সম্পাদক : মো. শরীফুল ইসলাম (শরীফ প্রধান)

যোগাযোগ : 01675785122

ই-মেইল : [email protected]

অফিস :

ঢাকা অফিস : হাউজ#৬, রোড#০৩, ব্লক#জে, বারিধারা ঢাকা-১২২৯।

কুমিল্লা অফিস : কদমতলী সুপার মার্কেট (ভূমি অফিস সংলগ্ন), বলদাখাল রোড, দাউদকান্দি পৌর বাজার, দাউদকান্দি, কুমিল্লা।

ওয়েবসাইট : www.prodhankhabor.com