কুমিল্লায় স্কাউটিং বিষয়ক ওরিয়েন্টেশন কোর্স অনুষ্ঠিত

আপলোড সময় : ১৬-০৫-২০২৩ ০৮:৪৪:৫৮ অপরাহ্ন , আপডেট সময় : ১৬-০৫-২০২৩ ০৮:৪৯:১৪ অপরাহ্ন
"স্কাউটিং করবো,স্মার্ট বাংলাদেশ গড়বো" এই স্লোগানে বাংলাদেশ স্কাউটস রোভার অঞ্চলের আয়োজনে ও কুমিল্লা জেলা রোভারের ব্যবস্থাপনায় অনুষ্ঠিত হল ৩৪০ ও ৩৪১ তম স্কাউটিং বিষয়ক ওরিয়েন্টেশন কোর্স ২০২৩ অনুষ্ঠিত হয়েছে।

কুমিল্লা সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ হাসানাত আনোয়ার উদ্দিন আহমেদ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মোহাম্মদ শামীম আলম- জেলা প্রশাসক কুমিল্লা ও সভাপতি কুমিল্লা জেলা রোভার।

এছাড়াও প্রধান স্কাউট ব্যক্তিত্ব হিসেবে উপস্থিত ছিলেন প্রফেসর মো. এনামুল হক খান, সম্পাদক, বাংলাদেশ স্কাউটস রোভার অঞ্চল এবং বিশেষ স্কাউট ব্যাক্তিত্ব অধ্যক্ষ হাসান ইমাম মজুমদার, কমিশনার, কুমিল্লা জেলা রোভার।

কুমিল্লা জেলা রোভারের ডিআরএসএল জনাব দিদারুল হক রিমনের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন, মোঃ মাঈনুদ্দীন খন্দকার সম্পাদক, কুমিল্লা জেলা রোভার। আরো উপস্থিত ছিলেন সহকারী কমিশনার মোস্তাক আহমেদ, উপাধ্যক্ষ ভাষা সৈনিক অজিতগুহ মহাবিদ্যালয়। সহকারী কমিশনার সামিয়া নুসরাত জাহান, প্রভাষক, কুমিল্লা সরকারি মহিলা কলেজ।

কুমিল্লা সরকারি মহিলা কলেজের অডিটোরিয়ামে জেলার বিভিন্ন থানার ৯৬ জন কলেজ শিক্ষকের অংশগ্রহণে অনুষ্ঠিত স্কাউটিং বিষয়ক ওরিয়েন্টেশনে আগামীদিনে রোভার স্কাউটসের ইউনিট পরিচালনার কলাকৌশল আলোচনা করা হয়।

হাতে-কলমে নানা রকম কর্মসূচির মধ্য দিয়ে প্রশিক্ষন দেন বাংলাদেশ স্কাউটস রোভার অঞ্চলের ডিআরসি ট্রেইনিং ড. মিজানুর রহমান, যুগ্ম সম্পাদক মোস্তাফিজুর রহমান, রোভার অঞ্চলের প্রশিক্ষন বিষয়ক কর্মকর্তা জনাব গোলাম মাসুদ।

সহকারি কমিশনার কুমিল্লা জেলা রোভার ফাতিমা বেগম। কোর্সের সাপোর্ট সদস্য হিসেবে ছিল কুমিল্লা জেলা রোভারের এসআরএম প্রতিনিধি, রোভার তুহিন আহমেদ, রোভার নাজমুস সাকিব বিন মোস্তফা, রিফাত আহমেদ ও জাকিয়া সুলতানা বিথি।

পিকে/এসপি

সম্পাদকীয় :

প্রধান সম্পাদক : মোঃ মাকসুদেল হোসেন খান

সম্পাদক : মো. শরীফুল ইসলাম (শরীফ প্রধান)

যোগাযোগ : 01675785122

ই-মেইল : [email protected]

অফিস :

ঢাকা অফিস : হাউজ#৬, রোড#০৩, ব্লক#জে, বারিধারা ঢাকা-১২২৯।

কুমিল্লা অফিস : কদমতলী সুপার মার্কেট (ভূমি অফিস সংলগ্ন), বলদাখাল রোড, দাউদকান্দি পৌর বাজার, দাউদকান্দি, কুমিল্লা।

ওয়েবসাইট : www.prodhankhabor.com