রিজার্ভ নিয়ে দুশ্চিন্তার কারণ নেই: প্রধানমন্ত্রী

আপলোড সময় : ১৫-০৫-২০২৩ ০৮:১৪:৪৮ অপরাহ্ন , আপডেট সময় : ১৫-০৫-২০২৩ ০৮:১৯:২৯ অপরাহ্ন
প্রধানমন্ত্রী শেখ হাসিনা জানিয়েছেন, ২০০৬ সালে বিএনপি ক্ষমতায় থাকাকালে রিজার্ভ ছিল শূন্য দশমিক ৪৪ বিলিয়ন ডলার। এখন সেটা ৩১ বিলিয়ন ডলার। ফলে এ দুশ্চিন্তার কোনো কারণ নেই।

সোমবার (১৫ মে) বিকেলে গণভবনে সংবাদ সম্মেলনে এক সাংবাদিকের প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।জাপান, যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য সফর নিয়ে এ সম্মেলন হয়। শেখ হাসিনা বলেন, আমরা একখণ্ড জমিও অনাবাদি রাখব না। সব পতিত জমিতে চাষাবাদ করব।

নিজেদের উৎপাদিত ফসল দিয়ে নিজেরা চলব। অন্যের ওপর নির্ভর করব না। তিনি বলেন, যেসব দেশ বাংলাদেশের ওপর নিষেধাজ্ঞা দেবে, সেসব দেশের কাছ থেকে কিছু কিনব না আমরা। বিশ্বজুড়ে খাদ্য সংকট চলছে। উন্নত দেশেও খাবারের সমস্যা দেখা দিয়েছে।

জনসাধারণের উদ্দেশে সরকার প্রধান বলেন, একটির বেশি টমেটো বা ছয়টির বেশি ডিম কিনবেন না। রোজায় কোনো হাহাকার শোনা যায়নি। কেউ ভিক্ষা চায়নি। সবাই ইফতারের জন্য এগিয়ে এসেছে।

শেখ হাসিনা বলেন, কেউ নিষেধাজ্ঞার ভয় দেখাবে,আর আমরা সেটা নিয়ে কী বসে থাকব? অনেকে আমাদের বিরুদ্ধে অভিযোগ করছে। তবে আসল কথা হলো, দেশের মানুষই নিজেদের বিরুদ্ধে বদনাম করছে। গত ২৫ এপ্রিল জাপানে পৌঁছান প্রধানমন্ত্রী।

সেখানে দুই দেশের মধ্যে আটটি চুক্তি হয়। ২৯ এপ্রিল যুক্তরাষ্ট্রে যান তিনি। যেখানে বাংলাদেশ-বিশ্বব্যাংক অংশীদারিত্বের ৫০ বছর পূর্তি অনুষ্ঠানে যোগ দেন বঙ্গবন্ধু কন্যা।

এ সময় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, প্রেসিডিয়াম সদস্য মতিয়া চৌধুরী ও শেখ ফজলুল করিম সেলিম, পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান এবং প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান উপস্থিত ছিলেন।

পিকে/এসপি

সম্পাদকীয় :

প্রধান সম্পাদক : মোঃ মাকসুদেল হোসেন খান

সম্পাদক : মো. শরীফুল ইসলাম (শরীফ প্রধান)

যোগাযোগ : 01675785122

ই-মেইল : [email protected]

অফিস :

ঢাকা অফিস : হাউজ#৬, রোড#০৩, ব্লক#জে, বারিধারা ঢাকা-১২২৯।

কুমিল্লা অফিস : কদমতলী সুপার মার্কেট (ভূমি অফিস সংলগ্ন), বলদাখাল রোড, দাউদকান্দি পৌর বাজার, দাউদকান্দি, কুমিল্লা।

ওয়েবসাইট : www.prodhankhabor.com