কুমিল্লায় বিভিন্ন রোগে আক্রান্ত ৫৮ জন রোগীর মাঝে এককালীন আর্থিক অনুদানের চেক বিতরণ করা হয়েছে। বুধবার (১০ মে) বেলা ১২টার দিকে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসন ও জেলা সমাজসেবা কার্যালয় এ অনুষ্ঠানের আয়োজন করে।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে চেক বিতরণ করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) পঙ্কজ বড়ুয়া। ক্যান্সার, কিডনি, লিভার সিরোসিস, স্ট্রোক, প্যারালাইজড, জন্মগত হৃদরোগ এবং থ্যালাসেমিয়ায় আক্রান্ত ৫৮ জন রোগীকে এককালীন আর্থিক অনুদানের চেক বিতরণ করা হয়।
জেলা সমাজ কল্যাণ কার্যালয় হতে ৩১ জনকে ৫০ হাজার টাকা করে এবং জেলা সমাজ কল্যাণ কমিটি কুমিল্লা থেকে অনুদান হিসেবে ২৭ জনকে সর্বনিন্ম ৫ হাজার থেকে সর্বোচ্চ ১০ হাজার টাকা করে দেওয়া হয়।
চেক বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা সমাজসেবা কার্যালয় কুমিল্লার উপপরিচালক জেড এম মিজানুর রহমান খান, সমাজসেবা অধিদপ্তর কুমিল্লার সহকারী পরিচালক এ এস এম জোবায়েদ ও সহকারী পরিচালক ফারহানা আমিন।
পিকে/এসপি।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে চেক বিতরণ করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) পঙ্কজ বড়ুয়া। ক্যান্সার, কিডনি, লিভার সিরোসিস, স্ট্রোক, প্যারালাইজড, জন্মগত হৃদরোগ এবং থ্যালাসেমিয়ায় আক্রান্ত ৫৮ জন রোগীকে এককালীন আর্থিক অনুদানের চেক বিতরণ করা হয়।
জেলা সমাজ কল্যাণ কার্যালয় হতে ৩১ জনকে ৫০ হাজার টাকা করে এবং জেলা সমাজ কল্যাণ কমিটি কুমিল্লা থেকে অনুদান হিসেবে ২৭ জনকে সর্বনিন্ম ৫ হাজার থেকে সর্বোচ্চ ১০ হাজার টাকা করে দেওয়া হয়।
চেক বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা সমাজসেবা কার্যালয় কুমিল্লার উপপরিচালক জেড এম মিজানুর রহমান খান, সমাজসেবা অধিদপ্তর কুমিল্লার সহকারী পরিচালক এ এস এম জোবায়েদ ও সহকারী পরিচালক ফারহানা আমিন।
পিকে/এসপি।