বৃষ্টির জন্য চট্টগ্রামের

জিরি মাদরাসায় সালাতুল ইস্তিসকার অনুষ্ঠিত

আপলোড সময় : ১০-০৫-২০২৩ ০৪:০১:৪০ অপরাহ্ন , আপডেট সময় : ১০-০৫-২০২৩ ০৪:০২:২৯ অপরাহ্ন
প্রচন্ড গরমে জনজীবন অতিষ্ঠ। তাপদাহে ক্ষতি হচ্ছে ফসল ফলাদি। এই গরমে বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছে শিশুসহ বিভিন্ন বয়সের মানুষ। দীর্ঘদিন বৃষ্টি না হওয়ায় নানান সমস্যার সম্মুখীন হচ্ছে জনজীবন।

বৃষ্টির জন্য আজ সকাল ৯ টার সময় চট্রগ্রাম জিরি মাদ্রাসার মাঠে সালাতুল ইস্তিসকার নামাজ অনুষ্ঠিত হয়েছে। জামেয়া জিরির সম্মানিত শায়েখে সানি মাওলনা শহিদুল্লাহর ইামামতিতে নামাজ অনুষ্ঠিত হয়।

নামাজ শেষে দেশ ও জাতীর কল্যানে রহতের বৃষ্টির জন্য মোনাজাত করা হয় মহান রবের দরবারে। নামাজে কয়েকশতাধীক মুসুল্লি অংশগ্রহন করে।

পিকে/এসপি

সম্পাদকীয় :

প্রধান সম্পাদক : মোঃ মাকসুদেল হোসেন খান

সম্পাদক : মো. শরীফুল ইসলাম (শরীফ প্রধান)

যোগাযোগ : 01675785122

ই-মেইল : [email protected]

অফিস :

ঢাকা অফিস : হাউজ#৬, রোড#০৩, ব্লক#জে, বারিধারা ঢাকা-১২২৯।

কুমিল্লা অফিস : কদমতলী সুপার মার্কেট (ভূমি অফিস সংলগ্ন), বলদাখাল রোড, দাউদকান্দি পৌর বাজার, দাউদকান্দি, কুমিল্লা।

ওয়েবসাইট : www.prodhankhabor.com