কুমিল্লা ডিবির অভিযান দু'শ বোতল ফেন্সিডিল ও ১২ বোতল হুইস্কিসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

আপলোড সময় : ১০-০৫-২০২৩ ১১:০৬:১১ পূর্বাহ্ন , আপডেট সময় : ১০-০৫-২০২৩ ১১:৪০:২২ পূর্বাহ্ন
কুমিল্লা জেলা গোয়েন্দা শাখা (ডিবি)র ২০০ বোতল ফেন্সিডিল এবং ১২ বোতল হুইস্কিসহ ২ জন মাদক ব্যবসায়ী গ্রেপ্তার।

গেল ৮ মে জেলা গোয়েন্দা শাখার (ডিবি)র একটি টিম মাদকদ্রব্য উদ্ধার ও বিশেষ অভিযান পরিচালনা কালে কুমিল্লা কোতয়ালী থানার উত্তর বাগবের এলাকায় মোঃ অলি উল্লাহ অলি (৩৫) ও ইকরামুল ইসলাম তারেক (২০) ৩টি কাগজের কার্টুন মাথায় করে নিয়া আসতেছে দেখে সন্দেহ হলে তাদের আটক করে।

উপস্থিত সাক্ষীদের মোকাবেলায় ধৃত আসামীদের হেফাজতে থাকা কাগজের কার্টুনগুলো তল্লাশী করিয়া ২০০ বোতল ফেন্সিডিল এবং ১২ বোতল হুইস্কি উদ্বার করা হয়। এধরনের মাদক বিরোধী অভিযান অব্যাহত রয়েছে।

পিকে/এসপি

#ফেন্সিডিল #হুইস্কি #মাদক উদ্ধার
#গোয়েন্দা শাখা #কুমিল্লা জেলা পুলিশ

সম্পাদকীয় :

প্রধান সম্পাদক : মোঃ মাকসুদেল হোসেন খান

সম্পাদক : মো. শরীফুল ইসলাম (শরীফ প্রধান)

যোগাযোগ : 01675785122

ই-মেইল : [email protected]

অফিস :

ঢাকা অফিস : হাউজ#৬, রোড#০৩, ব্লক#জে, বারিধারা ঢাকা-১২২৯।

কুমিল্লা অফিস : কদমতলী সুপার মার্কেট (ভূমি অফিস সংলগ্ন), বলদাখাল রোড, দাউদকান্দি পৌর বাজার, দাউদকান্দি, কুমিল্লা।

ওয়েবসাইট : www.prodhankhabor.com