কু‌মিল্লা সদর উপ‌জেলায় পুলিশের অভিযান

পাইপগানসহ সন্ত্রাসী বাকের গ্রেপ্তার

আপলোড সময় : ০৪-০৫-২০২৩ ০৩:০৮:২৬ অপরাহ্ন , আপডেট সময় : ০৪-০৫-২০২৩ ০৩:০৯:৫৪ অপরাহ্ন
কু‌মিল্লা আদর্শ সদর উপ‌জেলার কা‌শিনাথপু‌রে পু‌লি‌শের অ‌ভিযা‌নে একটি দেশীয় তৈরী পাইপগান ও পাইপগান তৈরীর সরঞ্জামাদি সহ সন্ত্রাসী‌কে বা‌কের মিয়া‌কেকে গ্রেপ্তার ক‌রে‌ছে। সদ‌রের কা‌শিনাথপু‌রের মৃত বাচচু মিয়া মেম্বা‌রের ছে‌লে বা‌কের মিয়া(৪২।

কুমিল্লা কোতোয়ালি ম‌ডেল থানার ও‌সি আহ‌মেদ সানজুর মোর‌শেদ বৃহস্প‌তিবার দুপু‌রে জানায়, গোপন সংবাদের ভি‌ত্তি‌তে রাত দেড়টায় কুমিল্লা কোতোয়ালি মডেল থানার এক‌টি টিম সদ‌রের কাশিনাথপুর এলাকায় অ‌ভিযান চালিয়ে সন্ত্রাসী বাকের মিয়াকে গ্রেপ্তার ক‌রে।

এসময় তার খাটের তোষকের নিচ থেকে একটি লাল রংয়ের প্লাষ্টিকের ব্যাডমিন্টনের ব্যাগের ভেতর থেকে একটি দেশীয় তৈরী পাইপগান ও পাইপগান তৈরীর সরঞ্জাম উদ্ধার করেন। এঘটনায় কোতয়ালী থানায় অস্ত্র আইনে এক‌টি মামলা দায়ের করা হ‌য়ে‌ছে।

ও‌সি আহ‌মেদ সানজুর মোর‌শেদ আ‌রো ব‌লেন - কু‌মিল্লায় সন্ত্রাসী ও অস্ত্র উদ্ধা‌রে কোতয়ালী থানা‌ পু‌লি‌শের অ‌ভিযান অব‌্যহ‌ত থাক‌বে ব‌লে জানান ।

পিকে/এসপি

সম্পাদকীয় :

প্রধান সম্পাদক : মোঃ মাকসুদেল হোসেন খান

সম্পাদক : মো. শরীফুল ইসলাম (শরীফ প্রধান)

যোগাযোগ : 01675785122

ই-মেইল : [email protected]

অফিস :

ঢাকা অফিস : হাউজ#৬, রোড#০৩, ব্লক#জে, বারিধারা ঢাকা-১২২৯।

কুমিল্লা অফিস : কদমতলী সুপার মার্কেট (ভূমি অফিস সংলগ্ন), বলদাখাল রোড, দাউদকান্দি পৌর বাজার, দাউদকান্দি, কুমিল্লা।

ওয়েবসাইট : www.prodhankhabor.com