মোশাররফ শরিফ-এর কবিতা "ফিরে আসা"

আপলোড সময় : ০১-০৫-২০২৩ ১১:২৩:৪১ পূর্বাহ্ন , আপডেট সময় : ০১-০৫-২০২৩ ১২:১৫:২৫ অপরাহ্ন
ফিরে আসা মানে যাওয়ার প্রস্তুতি।
অতীতের ছায়া দুর্নিবার মায়া তবু ফিরে আসা,
কেউ দেখে কেউ দেখে না, কারো কাছে নয়,
ফিরে আসা নিজের কাছে।

কার কাছে যাব বলো, ঠিকানা জানিনা।
এইভাবে একা একা ঠিকানাবিহীন পথ চলা এরচেয়ে ভালো নিজ ঘরে ফিরে আসা।
ঘরে থাকে ঘরের মানুষ, থাকে জোয়ার-ভাটায় অমাবস্যা পূর্ণিমায়- বেলা অবেলায়!

তবুও বৃষ্টি-বিহ্বল রাতে কে যেন আমায় ডাকে কদম গাছের ছায়াঘন অন্ধকারে, মেঘের আড়ালে গোমতীর তীরে বারে বারে ডাকে মায়াবী ডাহুক, মাঝরাতে কালপুরুষের মোহাবিস্ট আর্টেমিস, জোনাকির নরোম আলোয়

পাই যেন তারে! ফিরে আসা মানে চেনা অচেনার মালা। শেকড় শুকনো হলে ছিন্ন করে আসা। আপনার চেয়ে আপনের কাছে আসা, বাউল হৃদয়ে জীবনের আনাগোনা।

পিকে/এসপি।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদক : মোঃ মাকসুদেল হোসেন খান

সম্পাদক : মো. শরীফুল ইসলাম (শরীফ প্রধান)

যোগাযোগ : 01675785122

ই-মেইল : [email protected]

অফিস :

ঢাকা অফিস : হাউজ#৬, রোড#০৩, ব্লক#জে, বারিধারা ঢাকা-১২২৯।

কুমিল্লা অফিস : কদমতলী সুপার মার্কেট (ভূমি অফিস সংলগ্ন), বলদাখাল রোড, দাউদকান্দি পৌর বাজার, দাউদকান্দি, কুমিল্লা।

ওয়েবসাইট : www.prodhankhabor.com