শাহ্জাহান আলী ভূইয়ার কবিতা"

যুদ্ধের মিছিলে যাবো "

আপলোড সময় : ২৯-০৪-২০২৩ ১০:২১:৫২ অপরাহ্ন , আপডেট সময় : ২৯-০৪-২০২৩ ১০:২৬:৩৬ অপরাহ্ন
স্বাধীনতা সে তো এক সাগর রক্তের ইতিহাস শ্লোগানে শ্লোগানে ঘৃণা আর প্রতিবাদ মৃত্যুর মিছিলে তাজা রক্তের স্রোত শতসহস্র বীরদের আত্মগৌরব আত্মগাথা লক্ষ নারীর সম্ভ্রমের।

আমি স্বাধীনতা যুদ্ধ দেখিনি
যা দেখছি এটাই কি স্বাধীনতা ?
পাকিদের আগ্রাসনে শূন্য করেছিল
লক্ষ মায়ের কোল

আজ মরছে চলন্ত বাসে জীবন্ত মানুষ
আমি কি সত্যি স্বাধীন ?

হে জাতি পরাধীনতা কি ?
আবার একটা যুদ্ধ লাগবে
আবার মরবে লক্ষ লক্ষ মানুষ
তবেই সাফ হবে পাকিদের দালাল দোসরেরা

প্রতিবাদের নতুন ভাষা চাই
আমি যাবো সেই যুদ্ধে
তাহলে পুনর্বার হোক স্বাধীন
স্বাধীন দেশে কেন থাকবো আমি নিরাপত্তাহীন !!!

পিকে/এসপি।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদক : মোঃ মাকসুদেল হোসেন খান

সম্পাদক : মো. শরীফুল ইসলাম (শরীফ প্রধান)

যোগাযোগ : 01675785122

ই-মেইল : [email protected]

অফিস :

ঢাকা অফিস : হাউজ#৬, রোড#০৩, ব্লক#জে, বারিধারা ঢাকা-১২২৯।

কুমিল্লা অফিস : কদমতলী সুপার মার্কেট (ভূমি অফিস সংলগ্ন), বলদাখাল রোড, দাউদকান্দি পৌর বাজার, দাউদকান্দি, কুমিল্লা।

ওয়েবসাইট : www.prodhankhabor.com