বৃহত্তর নোয়াখালী অ্যাসোসিয়েশন ইন পর্তুগালের কমিটি ঘোষণা মাসুদ-সভাপতি, এমরান-সম্পাদক

আপলোড সময় : ১৮-০৪-২০২৩ ১২:২৭:৪৬ পূর্বাহ্ন , আপডেট সময় : ১৮-০৪-২০২৩ ১২:৩০:১১ পূর্বাহ্ন
এনামুল হক, পর্তুগাল থেকে: পর্তুগালের বসবাসরত নোয়াখালী, ফেনী ও লক্ষীপুর জেলার প্রবাসীদের পর্তুগালে বসবাসরত প্রবাসীরা একত্রিত হওয়ার লক্ষ্যে এক মতবিনিময় সভা গতকাল সন্ধ্যায় অনুষ্ঠিত হয়।

আহবায়ক মিজানুর রহমান মাসুদ'র সভাপতিত্বে ও যুগ্ম আহবায়ক এমরান হোসেন ভূঁইয়ার পরিচালনায় সভায় উপস্থিত সকলের নিকট সভার সার্বিক দিক নির্দেশনামূলক আলোকপাত করা হয়। এবং প্রবাসের মাটিতে নোয়াখালীর সবাইকে একটি ফ্লাটফরমে কাজ করার জন্য আহ্বান করা হয়।

উপস্থিত সকলের সর্বসম্মতিক্রমে নবগঠিত কমিটিতে মিজানুর রহমান মাসুদকে সভাপতি, মহিন উদ্দিন সিনিয়র সহ-সভাপতি, আব্দুল কাদের বাপ্পীকে সহ-সভাপতি, এমরান হোসেন ভূঁইয়াকে সাধারণ সম্পাদক, রাজিব আল মামুন কে সিনিয়র যুগ্মসাধারণ সম্পাদক , আরিফুল হক কে সাংগঠনিক সম্পাদক, মহিউদ্দিনকে প্রচার সম্পাদক হিসেবে নির্বাচিত করা হয়।

আহবায়ক কমিটির সভায় উপস্থিত ছিলেন যুগ্ম আহবায়ক আব্দুল করিম মানিক, যুগ্ম আহবায়ক মাইন উদ্দিন মাষ্টার, সদস্য মহিন উদ্দিন, রনিমোহাম্মদ, নূরনবী টিটু, রাজিব আল মামুন, আবদুল্লাহ আল মামুন, সজিব ইমতিয়াজ আহমেদ রানা, আরিফুল হক, জসিম উদ্দিন জাফর আহমেদ।

পিকে/এসপি 

সম্পাদকীয় :

প্রধান সম্পাদক : মোঃ মাকসুদেল হোসেন খান

সম্পাদক : মো. শরীফুল ইসলাম (শরীফ প্রধান)

যোগাযোগ : 01675785122

ই-মেইল : [email protected]

অফিস :

ঢাকা অফিস : হাউজ#৬, রোড#০৩, ব্লক#জে, বারিধারা ঢাকা-১২২৯।

কুমিল্লা অফিস : কদমতলী সুপার মার্কেট (ভূমি অফিস সংলগ্ন), বলদাখাল রোড, দাউদকান্দি পৌর বাজার, দাউদকান্দি, কুমিল্লা।

ওয়েবসাইট : www.prodhankhabor.com