শ্রমিকলীগ নেতা রাশেদ জামানের উদ্যোগে

তিতাসে এতিমদের সম্মানে ইফতার আয়োজন

আপলোড সময় : ১৩-০৪-২০২৩ ০৯:১৭:১৭ অপরাহ্ন , আপডেট সময় : ১৩-০৪-২০২৩ ০৯:১৮:০৯ অপরাহ্ন
কুমিল্লার তিতাসে বলরামপুর ইউনিয়ন শ্রমিকলীগের সভাপতি মোঃ রাশেদ জামানের ব্যক্তিগত উদ্যোগে এতিম শিশুদের সম্মানে ইফতার আয়োজন করেন। আজ ১৩ এপ্রিল (বৃহস্পতিবার) গাজীপুর খালেকীয়া এতিমখানায় ৪২ জন এতিম শিশুদের সম্মানে তিঁনি এই আয়োজন করেন।

এসময় উপস্থিত ছিলেন, তিতাস উপজেলা বঙ্গবন্ধু পরিষদের সভাপতি মোঃ মাহফুজ সিকদার, তিতাস উপজেলা শ্রমিকলীগের সভাপতি গাজী মোঃ সোহেল রানা, সাংগঠনিক সম্পাদক মান্নান মুন্সি, বলরামপুর ইউনিয়ন শ্রমিকলীগের সাংগঠনিক সম্পাদক এআর বিল্লাল ও মোঃ মোকবুল হোসেনসহ মাদ্রাসার শিক্ষকবৃন্দ।

প্রতি বছরই রাশেদ জামান খালেকীয়া এতিমখানা ও মাদ্রাসায় এই আয়োজন করে থাকেন।

পিকে/এসপি।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদক : মোঃ মাকসুদেল হোসেন খান

সম্পাদক : মো. শরীফুল ইসলাম (শরীফ প্রধান)

যোগাযোগ : 01675785122

ই-মেইল : [email protected]

অফিস :

ঢাকা অফিস : হাউজ#৬, রোড#০৩, ব্লক#জে, বারিধারা ঢাকা-১২২৯।

কুমিল্লা অফিস : কদমতলী সুপার মার্কেট (ভূমি অফিস সংলগ্ন), বলদাখাল রোড, দাউদকান্দি পৌর বাজার, দাউদকান্দি, কুমিল্লা।

ওয়েবসাইট : www.prodhankhabor.com