এতিমদের সাথে ইফতার করলেন মেয়র নাঈম ইউসুফ সেইন

আপলোড সময় : ০৯-০৪-২০২৩ ১০:৪৮:০২ অপরাহ্ন , আপডেট সময় : ০৯-০৪-২০২৩ ১০:৪৮:৩৮ অপরাহ্ন
কুমিল্লার দাউদকান্দিতে মাদরাসার এতিম শিশু ও এলাকার জনসাধারনের সাথে ইফতার করলেন পৌর মেয়র নাঈম ইউসুফ সেইন।

রবিবার (৯এপ্রিল) পৌরসভার দক্ষিণ গাজীপুর জামিয়া রহমানিয়া হাফিজী মাদ্রাসা ও এতিমখানার শিশুদের সাথে  ইফতার করেন তিনি।

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, কুমিল্লা উত্তর জেলা শ্রমিকলীগ সভাপতি এবং  প্যানেল মেয়র রকিব উদ্দিন রকিবসহ  মাদ্রাসার সুপার ও এলাকার সাধারণ মানুষ। এসময় ইফতারের আগে দেশ ও জাতির মঙ্গল কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

পিকে/এসপি

সম্পাদকীয় :

প্রধান সম্পাদক : মোঃ মাকসুদেল হোসেন খান

সম্পাদক : মো. শরীফুল ইসলাম (শরীফ প্রধান)

যোগাযোগ : 01675785122

ই-মেইল : [email protected]

অফিস :

ঢাকা অফিস : হাউজ#৬, রোড#০৩, ব্লক#জে, বারিধারা ঢাকা-১২২৯।

কুমিল্লা অফিস : কদমতলী সুপার মার্কেট (ভূমি অফিস সংলগ্ন), বলদাখাল রোড, দাউদকান্দি পৌর বাজার, দাউদকান্দি, কুমিল্লা।

ওয়েবসাইট : www.prodhankhabor.com