রোটারি ক্লাব অব কুমিল্লা সানফ্লাওয়ার” এর ইফতার বিতরণ

আপলোড সময় : ০৯-০৪-২০২৩ ০৯:৪০:০৬ অপরাহ্ন , আপডেট সময় : ০৯-০৪-২০২৩ ০৯:৪০:৪৮ অপরাহ্ন
“ কুমিল্লা নগরীতে পবিত্র মাহে রমযান উপলক্ষ্যে মাসব্যাপী পথচারী রোজাদার ও অসহায় সাধারণ মানুষের মাঝে ইফতার বিতরণ করেছে “রোটারি ক্লাব অব কুমিল্লা সানফ্লাওয়ার”।

রবিবার (৯ এপ্রিল) বিকেলে কুমিল্লা নগরীর শহীদ ধীরেন্দ্র নাথ দত্ত স্টেডিয়াম প্রাঙ্গণে পথচারী রোজাদার ও অসহায় সাধারণ মানুষের মাঝে ইফতার বিতরণ করেন তারা। রোটারি ক্লাব অব কুমিল্লা সানফ্লাওয়ার এর আয়োজনে আজকের ইফতার বিতরণ উদ্বোধন করেন ডিস্ট্রিক্ট গভর্ণর (২০২১-২২) আবু ফয়েজ খান চৌধুরী ও এসিস্ট্যান্ট গভর্ণর (২০২৩-২৪) মাহমুদ আলি আখিঁ।

এসময় ছিলেন রোটারিয়ান সিপি আবদুর রহিম জুয়েল, পি পি কাজি সায়মুল হক, পিপি নাসিরুল ইসলাম মজুমদার, রোটারিয়ান আমজাদ হোসেন, রোটারিয়ান ডাঃ আবু সায়েম আনসারী, রোটারিয়ান ডাঃ আবদুল ছাওার ভুইয়া, রোটারিয়ান রবিউল হক, রোটারি ক্লাব অব কুমিল্লা সানফ্লাওয়ার এর প্রেসিডেন্ট শহিদুল ইসলাম প্রমুখ।

পিকে/এসপি

সম্পাদকীয় :

প্রধান সম্পাদক : মোঃ মাকসুদেল হোসেন খান

সম্পাদক : মো. শরীফুল ইসলাম (শরীফ প্রধান)

যোগাযোগ : 01675785122

ই-মেইল : [email protected]

অফিস :

ঢাকা অফিস : হাউজ#৬, রোড#০৩, ব্লক#জে, বারিধারা ঢাকা-১২২৯।

কুমিল্লা অফিস : কদমতলী সুপার মার্কেট (ভূমি অফিস সংলগ্ন), বলদাখাল রোড, দাউদকান্দি পৌর বাজার, দাউদকান্দি, কুমিল্লা।

ওয়েবসাইট : www.prodhankhabor.com