চৌদ্দগ্রাম থানা পুলিশের বিশেষ অভিযানে ২০ কেজি গাঁজাসহ গ্রেপ্তার দুই জন

আপলোড সময় : ০৯-০৪-২০২৩ ০৫:৪৬:১১ অপরাহ্ন , আপডেট সময় : ০৯-০৪-২০২৩ ০৫:৪৮:৩৬ অপরাহ্ন
চৌদ্দগ্রাম থানা পুলিশের বিশেষ অভিযানে ২০ কেজি গাঁজা, ১ টি ব্যাটারি চালিত সিএনজি গাড়ীসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। পুলিশ জানায়, চৌদ্দগ্রাম থানার বিশেষ অভিযান পরিচালনা করে এসআই (নিরস্ত্র) মোঃ মেহেদী হাসান এবং সঙ্গীয় ফোর্স নিয়ে।

আজ উপজেলার ঘোলপাশা ইউনিয়নের ধনুসড়া উত্তর পাড়া গ্রামের তিন রাস্তার মোড়ে চেকপোস্ট করা কালে ১টি ব্যাটারি চালিত সিএনজি গাড়ী তল্লাশি করে ২০ কেজি গাঁজাসহ ২জনকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তারকৃত আসামী হলো, চাঁদপুর জেলার ফরিদগঞ্জ থানার ভাটিয়ালপুর (গাজী বাড়ী) গ্রামের মৃত আঃ ছমিদ প্রঃ আঃ ছামাদ গাজীর ছেলে মমিন গাজী (৪৫) ও কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম থানার ঘোলপাশা ইউপিস্থ নোয়াপাড়া গ্রামের মোঃ বশির আহম্মদের ছেলে মোঃ নাসির উদ্দিন (৩০) মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করে। এতদাসংক্রান্তে উক্ত আসামীদের বিরুদ্ধে চৌদ্দগ্রাম থানার মামলা নং- ২১, ধারা- ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১)সারণির ১৯(গ)/৩৮ রুজু করা হয়।

পিকে/এসপি

সম্পাদকীয় :

প্রধান সম্পাদক : মোঃ মাকসুদেল হোসেন খান

সম্পাদক : মো. শরীফুল ইসলাম (শরীফ প্রধান)

যোগাযোগ : 01675785122

ই-মেইল : [email protected]

অফিস :

ঢাকা অফিস : হাউজ#৬, রোড#০৩, ব্লক#জে, বারিধারা ঢাকা-১২২৯।

কুমিল্লা অফিস : কদমতলী সুপার মার্কেট (ভূমি অফিস সংলগ্ন), বলদাখাল রোড, দাউদকান্দি পৌর বাজার, দাউদকান্দি, কুমিল্লা।

ওয়েবসাইট : www.prodhankhabor.com