কুমিল্লার কা‌লির বাজা‌রে তদার‌কি অভিযান

৫ প্রতিষ্ঠান‌কে ১৩ হাজার টাকা জ‌রিমানা ও ৫০ কেজি বরিন্দা জব্দ

আপলোড সময় : ০৮-০৪-২০২৩ ০৪:১১:১৫ অপরাহ্ন , আপডেট সময় : ০৮-০৪-২০২৩ ০৪:১৫:৫৬ অপরাহ্ন
আজ ৮ এ‌প্রিল ২০২৩, শ‌নিবার, ১৬ রমজা‌ন, জাতীয় ভোক্তা অ‌ধিকার সংরক্ষণ অ‌ধিদপ্ত‌র, কু‌মিল্লা জেলা কার্যাল‌য়ের উ‌দ্যো‌গে কু‌মিল্লার আদর্শ সদর উপ‌জেলার কা‌লির বাজার এলাকায় বি‌শেষ তদার‌কি অ‌ভিযান প‌রিচা‌লনা করা হ‌য়ে‌ছে।

এসময় দৃশ্যমান স্থা‌নে মূল্য তা‌লিকা প্রদর্শন না করায় মেসার্স হক ভ্যারাইটিজ স্টোর‌কে ৩ হাজার টাকা, একই অ‌ভিযো‌গে মোল্লা স্টোর, ম‌নির ভূইয়া স্টোর ও খা‌দিজা স্টোর‌কে ২ হাজার টাকা ক‌রে জরিমানা করা হয়। ব‌রিন্দা‌তে রং মিশ্রন করায় সাইফুল হো‌টে‌লে উৎপা‌দিত আনুমা‌নিক ৫০ কে‌জি ব‌রিন্দা জব্দ ক‌রে ধ্বংস করা হয়।

উৎপাদিত খাদ‌্যপ‌ণ্যে মেয়াদ না লেখা ও ওজ‌নে কম দেওয়ায় মেসার্স অ‌লিপুর মি‌ষ্টি ভাণ্ডার‌কে ৪ হাজার টাকা জ‌রিমানাসহ আজ ভোক্তা অ‌ধিকার বি‌রোধী নানা কর্মকা‌ণ্ডের অ‌ভি‌যো‌গে মোট ৫ প্রতিষ্ঠান‌কে ১৩ হাজার টাকা জ‌রিমানা করা হয়।

আজ বেলা ১১টা থে‌কে সহকার‌ী প‌রিচালক মো: আছাদুল ইসলা‌মের নেতৃ‌ত্বে প‌রিচা‌লিত এ অ‌ভিযা‌নে উপ‌জেলা স‌্যা‌নিটা‌রি ইন্স‌পেক্টর এ‌কে আজাদ এবং জেলা পু‌লি‌শের এক‌টি টিম উপ‌স্থিত থে‌কে সা‌র্বিক সহ‌যো‌গিতা ক‌রেন। জনস্বা‌র্থে এ কার্যক্রম অব‌্যাহত থাক‌বে।

পিকে/এসপি

সম্পাদকীয় :

প্রধান সম্পাদক : মোঃ মাকসুদেল হোসেন খান

সম্পাদক : মো. শরীফুল ইসলাম (শরীফ প্রধান)

যোগাযোগ : 01675785122

ই-মেইল : [email protected]

অফিস :

ঢাকা অফিস : হাউজ#৬, রোড#০৩, ব্লক#জে, বারিধারা ঢাকা-১২২৯।

কুমিল্লা অফিস : কদমতলী সুপার মার্কেট (ভূমি অফিস সংলগ্ন), বলদাখাল রোড, দাউদকান্দি পৌর বাজার, দাউদকান্দি, কুমিল্লা।

ওয়েবসাইট : www.prodhankhabor.com