ভারতে পাচারকালে কুমিল্লার চৌদ্দগ্রাম সীমান্তে

বিজিবি-১০ ব্যাটালিয়নের অভিযানে ৯টি গুইসাপ উদ্ধার

আপলোড সময় : ০১-০৪-২০২৩ ০৪:০৩:৫৯ অপরাহ্ন , আপডেট সময় : ০১-০৪-২০২৩ ০৪:২০:১৪ অপরাহ্ন
কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি)র অধীনস্থ চৌদ্দগ্রাম বিওপির দায়িত্বাধীন ধনমুড়ি সীমান্ত এলাকায় গেল ৩১ মার্চ হাবিলদার মোঃ সামিদুল ইসলাম শেখ এর নেতৃত্বে নিয়মিত টহল পরিচালনাকালীন।

সীমান্ত পিলার ২১১০/এম হতে ২০ গজ বাংলাদেশের অভ্যন্তরে দেখতে পায় দুই জন ব্যক্তি ২টি প্লাস্টিকের বস্তায় করে কিছু মালামাল নিয়ে ভারতের দিকে গমন করছে। বিষয়টি সন্দেহ হলে, টহলদল উক্ত ব্যক্তিদের চ্যালেন্স করলে তারা বস্তা ফেলে দ্রুত ভারতের অভ্যন্তরে পালিয়ে যায়। অতঃপর টহলদল উক্ত বস্তা উদ্ধার করে তার মধ্যে লেজ এবং মুখ বাঁধা অবস্থায় ০৯টি গুইসাপ পাওয়া পায়।

উল্লেখ্য, উক্ত গুইসাপগুলো পাচারের উদ্দেশ্যে ভারতে নিয়ে যাওয়ার প্রাক্কালে বিজিবি টহল দল উদ্ধার করে। উদ্ধারকৃত গুইসাপগুলো আজ ১ এপ্রিল চৌদ্দগ্রাম উপজেলা বনকর্মকর্তা মোঃ শহিদ মিয়া'র, নিকট হস্তান্তর করা হয়েছে। গুই সাপ উদ্ধারের ঘটনায় আজ এই বিষয়টির উপর প্রেস বিজ্ঞপ্তিদেন কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি) সহকারী পরিচালক মোঃ পারভেজ শামীম।

পিকে/এসপি

সম্পাদকীয় :

প্রধান সম্পাদক : মোঃ মাকসুদেল হোসেন খান

সম্পাদক : মো. শরীফুল ইসলাম (শরীফ প্রধান)

যোগাযোগ : 01675785122

ই-মেইল : [email protected]

অফিস :

ঢাকা অফিস : হাউজ#৬, রোড#০৩, ব্লক#জে, বারিধারা ঢাকা-১২২৯।

কুমিল্লা অফিস : কদমতলী সুপার মার্কেট (ভূমি অফিস সংলগ্ন), বলদাখাল রোড, দাউদকান্দি পৌর বাজার, দাউদকান্দি, কুমিল্লা।

ওয়েবসাইট : www.prodhankhabor.com