বাসায় ফিরেছে নিখোঁজ সেই ৪ কিশোরী

আপলোড সময় : ৩১-০৩-২০২৩ ০৪:১৯:১৪ অপরাহ্ন , আপডেট সময় : ৩১-০৩-২০২৩ ০৪:১৯:১৪ অপরাহ্ন
মিরপুর থেকে একসঙ্গে নিখোঁজ হওয়া চার কিশোরী বাসায় ফিরেছে। টাকা ফুরিয়ে যাওয়ায় তারা বাসায় ফিরে এসেছেন বলে জানা গেছে।

শুক্রবার (৩১ মার্চ) কাফরুল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান এতথ্য জানান। 

ওসি হাফিজুর রহমান বলেন, বৃহস্পতিবার (৩০ মার্চ) রাত ১১টার দিকে চার বান্ধবী মিরপুর ১৩ নম্বরের নিজেদের বাসায় ফিরেছে। তাদের আমরা প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদ করেছি।

জিজ্ঞাসাবাদে কিশোরীরা পুলিশকে জানায়, পরিবারের সঙ্গে রাগ করে তারা প্রথমে সিলেট যায়। সিলেট থেকে আবার চার বান্ধবী খুলনার একটি হোটেলে গিয়ে ওঠে। এরই মধ্যে তাদের টাকা শেষ হয়ে আসতে শুরু করে। তখন তারা আবার বাড়ি ফেরার সিদ্ধান্ত নেন। 

প্রসঙ্গত, নিখোঁজ থাকা এই চার বান্ধবীর মধ্যে তিনজন মাদরাসার ও একজন স্কুলের শিক্ষার্থী। তাদের বাসা মিরপুর ১৩ নম্বরে। গত মঙ্গলবার (২৮ মার্চ) সকালে শিক্ষাপ্রতিষ্ঠানে যাওয়ার কথা বলে তারা বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হন।

আইডি/প্রিন্স

সম্পাদকীয় :

প্রধান সম্পাদক : মোঃ মাকসুদেল হোসেন খান

সম্পাদক : মো. শরীফুল ইসলাম (শরীফ প্রধান)

যোগাযোগ : 01675785122

ই-মেইল : [email protected]

অফিস :

ঢাকা অফিস : হাউজ#৬, রোড#০৩, ব্লক#জে, বারিধারা ঢাকা-১২২৯।

কুমিল্লা অফিস : কদমতলী সুপার মার্কেট (ভূমি অফিস সংলগ্ন), বলদাখাল রোড, দাউদকান্দি পৌর বাজার, দাউদকান্দি, কুমিল্লা।

ওয়েবসাইট : www.prodhankhabor.com