বিজিবি-১০ ব্যাটালিয়নের অভিযান

কুমিল্লায় ভারতীয় বিভিন্ন প্রকার বাজি আটক

আপলোড সময় : ২৯-০৩-২০২৩ ১০:৫২:০১ অপরাহ্ন , আপডেট সময় : ২৯-০৩-২০২৩ ১১:১২:২৯ অপরাহ্ন
কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি) এর দায়িত্বপূর্ণ এলাকায় অধিনায়ক লেঃ কর্নেল মুহাম্মদ ইসহাক, বিজিবিএম, পিএসসি এর সার্বিক দিক নির্দেশনায় উত্তম কুমার দাস, এক্সিকিউটিব ম্যাজিষ্ট্রেট, সহকারী পরিচালক মোঃ পারভেজ শামীমকুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি)এর নেতৃত্বে

গত ২৮ মার্চ কুমিল্লা জেলার কোতয়ালী থানার সীমান্ত পিলার ২০৮২/১১-এস হতে আনুমানিক ০৩ কিঃ মিঃ বাংলাদেশের অভ্যন্তরে “রসূলপুর রেল স্টেশন” নামক স্থানে টাস্কফোর্স অভিযান পরিচালনা করা হয়।

উক্ত টাস্কফোর্স অভিযান পরিচালনা করে ঢাকা হতে চট্টগ্রাম গমনকারী কর্ণফুলী ট্রেন হতে ১৮,০৪,৯২৫টি বিভিন্ন প্রকার বাজি আটক করা হয়। যার সিজার মূল্য ১,৩৪,৮৪,৯০০/-(এক কোটি চৌত্রিশ লক্ষ চুরাশি হাজার নয়শত) টাকা।

পিকে/এসপি

সম্পাদকীয় :

প্রধান সম্পাদক : মোঃ মাকসুদেল হোসেন খান

সম্পাদক : মো. শরীফুল ইসলাম (শরীফ প্রধান)

যোগাযোগ : 01675785122

ই-মেইল : [email protected]

অফিস :

ঢাকা অফিস : হাউজ#৬, রোড#০৩, ব্লক#জে, বারিধারা ঢাকা-১২২৯।

কুমিল্লা অফিস : কদমতলী সুপার মার্কেট (ভূমি অফিস সংলগ্ন), বলদাখাল রোড, দাউদকান্দি পৌর বাজার, দাউদকান্দি, কুমিল্লা।

ওয়েবসাইট : www.prodhankhabor.com