রোটারি ক্লাব অব কুমিল্লার ইফতার মাহফিল

আপলোড সময় : ২৯-০৩-২০২৩ ১০:৪১:০৩ অপরাহ্ন , আপডেট সময় : ২৯-০৩-২০২৩ ১০:৪১:৪৭ অপরাহ্ন
রোটারি ক্লাব অব কুমিল্লার আয়োজনে নিয়মিত সাপ্তাহিক ক্লাব সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার বাদ আসর নগরীর বাগিচাগাঁও পিডিজি আজিজুল হক রোটারি সেন্টারে এ সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলোওয়াত করেন হাফেজ মাওলানা সৈয়দ শরফুদ্দীন।

প্রধান অতিথির বক্তব্য রাখেন রোটারির নির্বাচিত ডিস্ট্রিক্ট গভর্নর ইঞ্জিনিয়ার মতিউর রহমান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ক্লাব প্রেসিডেন্ট সাবেক অধ্যক্ষ সৈয়দা বিলকিস আরা বেগম। বিশেষ অথিতি হিসেবে ছিলেন ইনকামিং ডিস্ট্রিক্ট ফাস্ট লেডি সামিনা ইসলাম, অ্যাসিস্ট্যান্ট গভর্নর মোঃ সিরাজুল হক, আই পি পি এডভোকেট ইউনুস ভুইয়া।

ক্লাব সেক্রেটারি আহমেদ উল্লাহ আসাদীসহ অন্যান্য ডিস্ট্রিক্ট লিডার, পিপি ও রোটারিয়ানরা। প্রোগ্রাম চেয়ারম্যান ছিলেন ক্লাব সদস্য অধ্যক্ষ হুমায়ুন কবিৱ মাসউদ। অনুষ্ঠানে প্রধান অতিথি ডা. আবদুল হককে পিএইচএফ পিন পরিয়ে দেন। অতিথিদের ফুলেল শুভেচ্ছা জানান রোটারিয়ান ইমামুজ্জামান চৌধুরী শামীম ও রোটারিয়ান এডভোকেট তানজিনা আক্তার।

ইফতারের পূর্বে দেশ ও জাতির সমৃদ্ধি, শান্তি, উন্নয়ন ও সাফল্য কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন পুলিশ লাইন জামে মসজিদের খতিব হাফেজ মাওলানা সৈয়দ সরফুদ্দিন। এসময় রোটারী ক্লাবের সদস্যগণ উপস্থিত ছিলেন।

পিকে/এসপি

সম্পাদকীয় :

প্রধান সম্পাদক : মোঃ মাকসুদেল হোসেন খান

সম্পাদক : মো. শরীফুল ইসলাম (শরীফ প্রধান)

যোগাযোগ : 01675785122

ই-মেইল : [email protected]

অফিস :

ঢাকা অফিস : হাউজ#৬, রোড#০৩, ব্লক#জে, বারিধারা ঢাকা-১২২৯।

কুমিল্লা অফিস : কদমতলী সুপার মার্কেট (ভূমি অফিস সংলগ্ন), বলদাখাল রোড, দাউদকান্দি পৌর বাজার, দাউদকান্দি, কুমিল্লা।

ওয়েবসাইট : www.prodhankhabor.com