সেন্টমার্টিনে কোস্টগার্ডের অভিযানে ৭ লাখ ইয়াবা জব্দ

আপলোড সময় : ২৮-০৩-২০২৩ ০৪:৫২:১৮ অপরাহ্ন , আপডেট সময় : ২৮-০৩-২০২৩ ০৪:৫২:১৮ অপরাহ্ন
কক্সবাজারের টেকনাফ উপজেলার সেন্টমার্টিন সাগরে অভিযান চালিয়ে ৭ লাখ ইয়াবা ট্যাবলেট জব্দ করেছে কোস্টগার্ড। কাউকে আটক করা সম্ভব হয়নি। গতকাল মঙ্গলবার কোস্টগার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার আব্দুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে গত সোমবার রাতে সেন্টমার্টিন উপকূলের আনুমানিক ১.৫ নটিক্যাল মাইল দক্ষিণ পূর্ব এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এ সময় মিয়ানমার থেকে একটি কাঠের বোটকে বাংলাদেশের জলসীমায় প্রবেশ করতে দেখা যায়। কোস্টগার্ড বোটটিকে থামার সংকেত দেয়। বোটের মাঝি বোটটি না থামিয়ে দ্রুত মিয়ানমার সীমানার দিকে পালাতে থাকে। কোস্টগার্ড বোটটিকে ধাওয়া করলে একপর্যায়ে পলিথিনে মোড়ানো বাদামী রঙের কিছু প্লাস্টিকের বস্তা পানিতে ফেলে দিয়ে দ্রুত মায়ানমার সীমানায় চলে যায়। পরবর্তীতে কোস্ট গার্ড সদস্যরা সর্বমোট ১০ টি বস্তা পানি থেকে উদ্ধার করে। উদ্ধারকৃত বস্তাগুলো তল্লাশি চালিয়ে ৭ লাখ পিস ইয়াবা জব্দ করা হয়।

তিনি আরও বলেন, জব্দকৃত ইয়াবা পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়।

আইডি/প্রিন্স

সম্পাদকীয় :

প্রধান সম্পাদক : মোঃ মাকসুদেল হোসেন খান

সম্পাদক : মো. শরীফুল ইসলাম (শরীফ প্রধান)

যোগাযোগ : 01675785122

ই-মেইল : [email protected]

অফিস :

ঢাকা অফিস : হাউজ#৬, রোড#০৩, ব্লক#জে, বারিধারা ঢাকা-১২২৯।

কুমিল্লা অফিস : কদমতলী সুপার মার্কেট (ভূমি অফিস সংলগ্ন), বলদাখাল রোড, দাউদকান্দি পৌর বাজার, দাউদকান্দি, কুমিল্লা।

ওয়েবসাইট : www.prodhankhabor.com