পবিত্র ওমরাহ হজ্ব পালনে

সৌদিআরব যাচ্ছেন হাজেরা খাতুন সাদকায়ে জারিয়া ফাউন্ডেশনের পরিচালক শরীফ হোসেন

আপলোড সময় : ২৪-০৩-২০২৩ ০৪:৫৪:২৩ পূর্বাহ্ন , আপডেট সময় : ২৪-০৩-২০২৩ ০৫:০৩:০৬ পূর্বাহ্ন
মাহে রমজানে পবিত্র ওমরাহ হজ্ব পালনে সৌদিআরব যাচ্ছেন' আর্তমানবতার সেবায়, সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন 'হাজেরা খাতুন সাদকায়ে জারিয়া ফাউন্ডেশন নর্থ আমেরিকা'র কুমিল্লা জোনের পরিচালক মো: শরিফ হোসেন।

বিষয়টি নিশ্চিত করেছেন, সংগঠনটির প্রতিষ্ঠাতা ও প্রধান পৃষ্ঠপোষক আলহাজ্ব ইঞ্জিনিয়ার মো. বেলাল হোসেন কামাল ভূঁইয়া । তিঁনি সম্প্রতি তাঁর ফেইসবুক আইডিতে এ নিয়ে একটি স্টেটাস দিয়েছেন। স্টেটাসটিতে তিঁনি লিখেছেন, হাজেরা খাতুন সাদকায়ে জারিয়া ফাউন্ডেশন নর্থ আমেরিকা'র কুমিল্লা জোনের পরিচালক মো: শরিফ হোসেন।

আগামি ২৬ শে মার্চ রোববার রাতে সৌদিএয়ার লাইনসের একটি ফ্লাইটে উক্ত ফাউন্ডেশনের সার্বিক সহযোগীতায় পবিত্র ওমরাহ হজ্জ করার জন্য বাংলাদেশ ত্যাগ করিবেন। উনি যেন সুস্থ শরিরে মহান রবের ইচ্ছায় ওমরাহ হজ্জ সম্পূর্ণ করে দেশে ফিরে এসে ফাউন্ডেশনের কাজের সহযোগীতা করতে পারেন মহান আল্লাহ যেন সেই তাওফিক দান করেন, আমিন। সবাইর নিকট দোয়া প্রার্থী।

ইতিমধ্যে, হাজেরা খাতুন সাদকায়ে জারিয়া ফাউন্ডেশন নর্থ আমেরিকা' তাঁদের সামাজিক কর্মকান্ডে অবদানের জন্য প্রশংসিত হয়েছে। সংগঠনটির পরিচালক ওমরাহ্‌ হজ্ব পালন করতে যাওয়ার বিষয়টি একটু যুগান্তকারী উদ্যোগ বলে মনে করছেন বিশিষ্টজনরা। সংগঠনটি, তাদের সামাজিক কর্মকান্ড অব্যাহত রাখবে সেটাই প্রত্যাশা।

পিকে/এসপি

সম্পাদকীয় :

প্রধান সম্পাদক : মোঃ মাকসুদেল হোসেন খান

সম্পাদক : মো. শরীফুল ইসলাম (শরীফ প্রধান)

যোগাযোগ : 01675785122

ই-মেইল : [email protected]

অফিস :

ঢাকা অফিস : হাউজ#৬, রোড#০৩, ব্লক#জে, বারিধারা ঢাকা-১২২৯।

কুমিল্লা অফিস : কদমতলী সুপার মার্কেট (ভূমি অফিস সংলগ্ন), বলদাখাল রোড, দাউদকান্দি পৌর বাজার, দাউদকান্দি, কুমিল্লা।

ওয়েবসাইট : www.prodhankhabor.com