বঙ্গবন্ধুর দেশে কোনো মানুষ ঠিকানাবিহীন থাকবে না

দাউদকান্দিতে ঠিকানা পেলো ১৩০টি পরিবার

আপলোড সময় : ২২-০৩-২০২৩ ০২:৫৮:৪৬ অপরাহ্ন , আপডেট সময় : ২২-০৩-২০২৩ ০৩:০০:১৩ অপরাহ্ন
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, জাতির জনক আমাদের স্বাধীনতা দিয়ে গেছেন। তিঁনিই ভূমিহীন ও গৃহহীনদের আশ্রয় দিতে গুচ্ছগ্রাম করেন। দেশে কোনো ভূমিহীন ও গৃহহীন থাকবে না, আমরা সে লক্ষ্যেই কাজ করছি। দুঃখী মানুষের মুখে হাসি ফুটাতে পারা অনেক আনন্দের।

তিঁনি বলেন, আওয়ামী লীগ জনগণের দল। এদল মানুষের পাশে থাকে। জাতির জনক বঙ্গবন্ধুর দেশে কোনো মানুষ ঠিকানাবিহীন থাকবে না। বুধবার গণভবন থেকে দেশের বিভিন্ন উপজেলায় জমি ও ঘর হস্তান্তর অনুষ্ঠানে প্রধানমন্ত্রী একথা বলেন।

দাউদকান্দি উপজেলার ১৩০টি পরিবারকে ২শতক ভূমিসহ একক ঘর হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, প্রতিরক্ষা মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মেজর জেনারেল (অব.) সুবিদ আলী ভূঁইয়া, এমপি।

অনুষ্ঠানে উপস্থিত ছিলো, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মহিনুল হাসান, মডেল থানার অফিসার ইনচার্জ মো. আলমগীর ভূঁঞা, আ'লীগ সভাপতি আহসান হাবিব চৌধুরী লিল মিয়া, জেলা পরিষদ সদস্য জেবুননেছা জেবু, উপজেলা ভাইস চেয়ারম্যান তারিকুল ইসলাম নয়ন, রোজিনা আক্তার, কুমিল্লা উত্তরজেলা শ্রমিকলীগ সভাপতি মো. রকিব উদ্দিন রকিব প্রমূখ।

পিকে/এসপি

সম্পাদকীয় :

প্রধান সম্পাদক : মোঃ মাকসুদেল হোসেন খান

সম্পাদক : মো. শরীফুল ইসলাম (শরীফ প্রধান)

যোগাযোগ : 01675785122

ই-মেইল : [email protected]

অফিস :

ঢাকা অফিস : হাউজ#৬, রোড#০৩, ব্লক#জে, বারিধারা ঢাকা-১২২৯।

কুমিল্লা অফিস : কদমতলী সুপার মার্কেট (ভূমি অফিস সংলগ্ন), বলদাখাল রোড, দাউদকান্দি পৌর বাজার, দাউদকান্দি, কুমিল্লা।

ওয়েবসাইট : www.prodhankhabor.com