কুমিল্লার বুড়িচং উপজেলার

নিমসার বাজা‌রে তদার‌কি অ‌ভিযান পাঁচ প্রতিষ্ঠান‌কে জ‌রিমানা

আপলোড সময় : ২০-০৩-২০২৩ ০২:৪০:১৫ অপরাহ্ন , আপডেট সময় : ২০-০৩-২০২৩ ০২:৪১:০৬ অপরাহ্ন
আসন্ন রমজান‌কে সাম‌নে রে‌খে আজ ২০ মার্চ ২০২৩ জাতীয় ভোক্তা অ‌ধিকার সংরক্ষণ অ‌ধিদপ্ত‌র, কু‌মিল্লা জেলা কার্যাল‌য়ের উ‌দ্যো‌গে জেলার বু‌ড়িচং উপ‌জেলার নিমসার বাজা‌রে তদার‌কি অ‌ভিযান প‌রিচালনা করা হ‌য়ে‌ছে।

এসময় অতিরিক্ত মূ‌ল্যে সয়া‌বিন তেল বি‌ক্রি করায় শিমুল স্টোর‌কে ৫ হাজার টাকা, খাবারে রং মেশা‌নোয় র‌নি স্টোর‌কে ৩ হাজার টাকা জরিমানা ও ৫০ পিচ রং মি‌শ্রিত পিঠা জব্দ ক‌রে ধ্বংস করা হয়। মা‌ছে অপদ্রব্য মেশা‌নোয় অন‌দিশ ও শ‌হি‌দের মা‌ছের দোকান‌কে ১ হাজার টাকা ক‌রে জ‌রিমানা করা হয়।

এসময় মা‌ছের ওজন বাড়া‌তে বা তাজা রাখ‌তে কোন অপদ্রব্য না মেশানোর জনন্য হ্যান্ড মাই‌কের মাধ্যমে সতর্ক করা হয়। এছাড়াও আজ অস্বাস্থকর প‌রি‌বে‌শে খাবার তৈ‌রি ও সংরক্ষ‌ণের অ‌ভি‌যো‌গে নিমসার বাজা‌রের নিউ কুটুমবা‌ড়ি রেস্টু‌রেন্ট‌কে ৫ হাজার টাকা জ‌রিমানা করা হয় এবং ১০ কে‌জি বা‌সি খাবার জব্দ ক‌রে ধ্বংস করা হয়।

আজ ভোক্তা অ‌ধিকার বি‌রোধী নানা কর্মকা‌ণ্ডের অ‌ভি‌যো‌গে মোট পাঁচ প্রতিষ্ঠান‌কে ১৫ হাজার টাকা জ‌রিমানা করা হয়। সকাল সা‌ড়ে ৯টা থে‌কে সহকারী প‌রিচা‌লক মো: আছাদুল ইসলা‌মের নেতৃ‌ত্বে প‌রিচা‌লিত এ অ‌ভিযা‌নে স্যানিটারি ইন্স‌পেক্টর এ‌কে আজাদ ও জেলা পু‌লি‌শের এক‌টি টিম উপ‌স্থিত থে‌কে সা‌র্বিক সহ‌যো‌গিতা ক‌রেন। জনস্বা‌র্থে এ কার্যক্রম অব্যাহত থাক‌বে বলে জানান।

পিকে/এসপি

সম্পাদকীয় :

প্রধান সম্পাদক : মোঃ মাকসুদেল হোসেন খান

সম্পাদক : মো. শরীফুল ইসলাম (শরীফ প্রধান)

যোগাযোগ : 01675785122

ই-মেইল : [email protected]

অফিস :

ঢাকা অফিস : হাউজ#৬, রোড#০৩, ব্লক#জে, বারিধারা ঢাকা-১২২৯।

কুমিল্লা অফিস : কদমতলী সুপার মার্কেট (ভূমি অফিস সংলগ্ন), বলদাখাল রোড, দাউদকান্দি পৌর বাজার, দাউদকান্দি, কুমিল্লা।

ওয়েবসাইট : www.prodhankhabor.com