লক্ষ্মীপুর সদর পৌরসভার সাবেক মেয়র

বীর মুক্তিযোদ্ধা আবু তাহের-এর ইন্তেকাল

আপলোড সময় : ১৮-০৩-২০২৩ ১০:০৯:৪২ অপরাহ্ন , আপডেট সময় : ১৮-০৩-২০২৩ ১০:১০:৪৯ অপরাহ্ন
লক্ষ্মীপুর (সদর) পৌরসভার সাবেক মেয়র ও জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আবু তাহের (৭৬) মারা গেছেন। (ইন্না-লিল্লাহে অ ইন্না-লিল্লাহে রাজিউন)। শনিবার (১৮ মার্চ) দুপুর পৌনে ২টার দিকে লক্ষ্মীপুর শহরের নিজ বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিঁনি।

মৃত্যুকালে স্ত্রী, ৩ ছেলে ও ২ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তিনি দীর্ঘদিন ধরে ক্যান্সার আক্রান্ত হয়ে চিকিৎসাধীন ছিলেন। জেলা আওয়ামীলীগের বর্তমান এক নেতা বলেন আবু তাহের ছিলেন, জননন্দিত ও বর্ষীয়ান রাজনীতিবিদ। তিনি লক্ষ্মীপুর পৌরসভার ৩ বারের নির্বাচিত মেয়র দায়িত্ব পালন করছেন।

জেলা আওয়ামী লীগের একজন দক্ষ সাধারণ সম্পাদক হিসাবে তৃণমূল নেতা-কর্মীদের প্রাণ ছিলেন। তার মৃত্যুতে আমরা শোকাহত। মরহুমের মেঝো ছেলে সদর উপজেলা চেয়ারম্যান একে এম সালাহউদ্দিন টিপু জানান, আগামীকাল সকাল ১১ টায় লক্ষ্মীপুর আদর্শ সামাদ মাঠে মরহুমের জানাজা অনুষ্ঠিত হবে।

পিকে/এসপি

সম্পাদকীয় :

প্রধান সম্পাদক : মোঃ মাকসুদেল হোসেন খান

সম্পাদক : মো. শরীফুল ইসলাম (শরীফ প্রধান)

যোগাযোগ : 01675785122

ই-মেইল : [email protected]

অফিস :

ঢাকা অফিস : হাউজ#৬, রোড#০৩, ব্লক#জে, বারিধারা ঢাকা-১২২৯।

কুমিল্লা অফিস : কদমতলী সুপার মার্কেট (ভূমি অফিস সংলগ্ন), বলদাখাল রোড, দাউদকান্দি পৌর বাজার, দাউদকান্দি, কুমিল্লা।

ওয়েবসাইট : www.prodhankhabor.com