শেকড় সন্ধানী লেখক ও সাংবাদিক মো. শরীফুল ইসলাম সম্পাদিত জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল "প্রধান খবর" এখন থেকে বাংলা ভাষার পাশাপাশি ইংরেজী ও হিন্দি ভাষায় পড়া যাবে। এতে করে আন্তর্জাতিক অঙ্গনের পাঠকদের জন্য বাংলাদেশের বিভিন্ন খবর জানাটা সহজ হবে বলে মনে করা হচ্ছে।
পত্রিকাটির প্রধান সম্পাদক, সিনিয়র সাংবাদিক মো. মাকসুদেল হোসেন খান বলেন, বাংলা ভাষার পাশাপাশি ইংরেজী ও হিন্দি ভাষা সংযোজনের কারনে আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের খবর সহজেই পাঠকরা জানতে পারবে। এতে করে বিশ্বে দেশের ভাবমূর্তি উজ্বল হবে।
সত্য খবরে আপসহীন-এই স্লোগানটি হৃদয়ে ধারন ও লালন করার মাধ্যমে আমরা শুধু খবরই পরিবেশন করবোনা। পাঠকের চাহিদা অনুযায়ী "খবরের পেছনের, বস্তুনিষ্ঠ খবর, সবার আগে পাঠকের নিকট পৌছে দেয়ার লক্ষে কাজ করে যাচ্ছি। আমরা আশাবাদী পত্রিকাটি "দেশের উন্নয়নে " ও সত্য সংবাদ পরিবেশনে ধূমকেতুর মতো এগিয়ে যাবে। এবং ন্যায় প্রতিষ্ঠায় ভূমিকা রাখবে।
গুগুলে www.prodhankhabor.com লিখে লগইন করলেই দেখা যাবে পত্রিকাটির লগোর নিচে ইংরেজীতে Bengali, English ও Hindi লেখা রয়েছে। সাথে তিনটি দেশের পতাকাও রয়েছে। পাঠক যে ভাষায় খবর পড়তে চায় সে ভাষায় ক্লিক করার সাথে সাথেই খবরের সাইটি সে ভাষায় রুপান্তরিত হবে। এতে সহজেই খবর পড়তে পারবে।
প্রধান খবর- আপসহীন বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে এগিয়ে যাবে এমনটাই প্রত্যাশা সাধারণ পাঠকদের।
পিকে/এসপি
পত্রিকাটির প্রধান সম্পাদক, সিনিয়র সাংবাদিক মো. মাকসুদেল হোসেন খান বলেন, বাংলা ভাষার পাশাপাশি ইংরেজী ও হিন্দি ভাষা সংযোজনের কারনে আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের খবর সহজেই পাঠকরা জানতে পারবে। এতে করে বিশ্বে দেশের ভাবমূর্তি উজ্বল হবে।
সত্য খবরে আপসহীন-এই স্লোগানটি হৃদয়ে ধারন ও লালন করার মাধ্যমে আমরা শুধু খবরই পরিবেশন করবোনা। পাঠকের চাহিদা অনুযায়ী "খবরের পেছনের, বস্তুনিষ্ঠ খবর, সবার আগে পাঠকের নিকট পৌছে দেয়ার লক্ষে কাজ করে যাচ্ছি। আমরা আশাবাদী পত্রিকাটি "দেশের উন্নয়নে " ও সত্য সংবাদ পরিবেশনে ধূমকেতুর মতো এগিয়ে যাবে। এবং ন্যায় প্রতিষ্ঠায় ভূমিকা রাখবে।
গুগুলে www.prodhankhabor.com লিখে লগইন করলেই দেখা যাবে পত্রিকাটির লগোর নিচে ইংরেজীতে Bengali, English ও Hindi লেখা রয়েছে। সাথে তিনটি দেশের পতাকাও রয়েছে। পাঠক যে ভাষায় খবর পড়তে চায় সে ভাষায় ক্লিক করার সাথে সাথেই খবরের সাইটি সে ভাষায় রুপান্তরিত হবে। এতে সহজেই খবর পড়তে পারবে।
প্রধান খবর- আপসহীন বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে এগিয়ে যাবে এমনটাই প্রত্যাশা সাধারণ পাঠকদের।
পিকে/এসপি