কুমিল্লার দাউদকান্দি উপজেলার বারপাড়া ইউনিয়ন পরিষদ নির্বাচন বৃহস্পতিবার অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে আনারস প্রতীকের স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী মো. মাজহারুল ইসলাম (মানিক সওদাগর) বিপুল ভোট পেয়ে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।
বৃহস্পতিবার রাতে দাউদকান্দি উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মহিনুল হাসান বেসরকারীভাবে নির্বাচিত চেয়ারম্যানের নাম ঘোষণা করেন। এসময় উপস্থিত ছিলেন, দাউদকান্দি উপজেলা নির্বাচন ও রিটার্নিং অফিসার আশরাফুন নাহার।
নির্বাচিত চেয়ারম্যান মো.মাজহারুল ইসলাম (মানিক সওদাগর) ৫৮৮৫ ভোট পেয়ে বেসরকারিভাবে চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী টেলিফোনে প্রতীকে শফিউল বাশার সুমন মিয়া ২৮০৭ ভোট পেয়েছেন। বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী মোঃ মনির হোসেন তালুকদার পেয়েছেন ৪৫৫ ভোট।
উল্লেখ্য, বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টা থেকে ইভিএমে ভোটগ্রহণ শুরু হয়ে বিরতিহীনভাবে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত ভোটগ্রহণ চলে। অনুষ্ঠিত নির্বাচনে মোট ৯ জন চেয়ারম্যান প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করে।
পিকে/এসপি
বৃহস্পতিবার রাতে দাউদকান্দি উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মহিনুল হাসান বেসরকারীভাবে নির্বাচিত চেয়ারম্যানের নাম ঘোষণা করেন। এসময় উপস্থিত ছিলেন, দাউদকান্দি উপজেলা নির্বাচন ও রিটার্নিং অফিসার আশরাফুন নাহার।
নির্বাচিত চেয়ারম্যান মো.মাজহারুল ইসলাম (মানিক সওদাগর) ৫৮৮৫ ভোট পেয়ে বেসরকারিভাবে চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী টেলিফোনে প্রতীকে শফিউল বাশার সুমন মিয়া ২৮০৭ ভোট পেয়েছেন। বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী মোঃ মনির হোসেন তালুকদার পেয়েছেন ৪৫৫ ভোট।
উল্লেখ্য, বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টা থেকে ইভিএমে ভোটগ্রহণ শুরু হয়ে বিরতিহীনভাবে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত ভোটগ্রহণ চলে। অনুষ্ঠিত নির্বাচনে মোট ৯ জন চেয়ারম্যান প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করে।
পিকে/এসপি