লক্ষ্মীপুর জেলায়

১৬০ টাকায় পুলিশ কনস্টেবল পদে চাকুরী পেলো ৬৬ জন

আপলোড সময় : ১৬-০৩-২০২৩ ০৫:৫২:৩৫ অপরাহ্ন , আপডেট সময় : ১৬-০৩-২০২৩ ০৫:৫৪:৪৪ অপরাহ্ন
লক্ষ্মীপুরে ১৬০ টাকার ব্যাংক ড্রাফট দিয়ে পুলিশ কনস্টেবল পদে চাকরি পেয়েছেন ৬৬ জন। এদের মধ্যে ৬৫ জন পুরুষ ও ১ জন নারী কনস্টেবল রয়েছেন।

চাকরি নয়, সেবা এই প্রতিপাদ্যকে সামনে রেখে লক্ষ্মীপুর জেলার পুলিশ সুপার মোঃ মাহফুজ্জামান আশরাফের নেতৃত্বে স্বচ্ছভাবে টাকা-পয়সা, ঘুষ, দুর্নীতি ও তদ্বির-সুপারিশ ছাড়া শুধুমাত্র মেধা ও যোগ্যতার মূল্যায়নে পুলিশ কনস্টেবল পদে চাকরি পাওয়ার পর উত্তীর্ণ প্রার্থীরা সাংবাদিকদের সামনে তাদের অভিব্যক্তি প্রকাশ করেন।

বুধবার (১৫ মার্চ) সন্ধ্যায় লক্ষ্মীপুর পুলিশ লাইন্সে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ প্রাপ্তদের সঙ্গে ফুলেল শুভেচ্ছা বিনিময় ও তাদের মিষ্টি মুখ করান পুলিশ সুপার মাহফুজ্জামান আশরাফ। ওই মুহূর্তে নিয়োগপ্রাপ্তরা আবেগআপ্লুত হয়ে যায়।

একইসময় অনেক অভিভাবকও আবেগে কান্নায় ভেঙে পড়েন। ১৬০ টাকার ব্যাংক ড্রাফট জমা দিয়ে পুলিশে চাকরি পাওয়ার বিষয়টা তাদের কাছে রূপকথার গল্পের মতই হয়েছে বলে প্রার্থী এবং তাদের অভিভাবকরা জানান। উপস্থিত অনেক অভিভাবক আবেগে পুলিশ সুপারকে জড়িয়ে ধরে কৃতজ্ঞতা প্রকাশ করেন।

পুলিশ সুপার মাহফুজ্জামান আশরাফ জানান, যোগ্যতা ও মেধার ভিত্তিতে ৬৫ পুরুষ ও ১ নারী পুলিশ কনস্টেবলের প্রাথমিকভাবে চাকরি হয়েছে। স্মার্ট বাংলাদেশ নির্মাণে এ কনস্টেবলরা সবচেয়ে বেশি ভূমিকা রাখবে। দেশ ও জনগণের জন্য সঠিকভাবে তারা দায়িত্ব পালনের পাশাপাশি সেবা দিয়ে যাবেন। তাদের সততা ও কর্মনিষ্ঠার মাধ্যমে পুলিশ বাহিনীর ভাবমূর্তি উজ্বল হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

পিকে/এসপি

সম্পাদকীয় :

প্রধান সম্পাদক : মোঃ মাকসুদেল হোসেন খান

সম্পাদক : মো. শরীফুল ইসলাম (শরীফ প্রধান)

যোগাযোগ : 01675785122

ই-মেইল : [email protected]

অফিস :

ঢাকা অফিস : হাউজ#৬, রোড#০৩, ব্লক#জে, বারিধারা ঢাকা-১২২৯।

কুমিল্লা অফিস : কদমতলী সুপার মার্কেট (ভূমি অফিস সংলগ্ন), বলদাখাল রোড, দাউদকান্দি পৌর বাজার, দাউদকান্দি, কুমিল্লা।

ওয়েবসাইট : www.prodhankhabor.com