কুমিল্লার দাউদকান্দির বারপাড়া ইউপি নির্বাচন

ভোট কেন্দ্র থেকে ঘোড়া আটক

আপলোড সময় : ১৬-০৩-২০২৩ ০৫:২৬:৩৬ অপরাহ্ন , আপডেট সময় : ১৬-০৩-২০২৩ ০৫:২৭:২৭ অপরাহ্ন
কুমিল্লার দাউদকান্দি উপজেলার বারপাড়া ইউপি নির্বাচন চলাকালে ভোট কেন্দ্র থেকে জীবন্ত ঘোড়া জব্দ করা হয়েছে। বেলা ১১টায় বড়সাতপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের পাশে গাছে বাধা অবস্থায় ঘোড়াটিকে জব্দ করেন দায়িত্বরত নির্বাহী ম্যাজিস্ট্রেট ও মেঘনা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোসাঃ রাবেয়া আক্তার।

তিঁনি বলেন, ঘোড়া প্রতিকের চেয়ারম্যান প্রার্থী আলাউদ্দিনের অনুসারী কেউ বড়সাতপাড়া কেন্দ্রের পাশে জীবন্ত ঘোড়াটি গাছের সঙ্গে বেঁধে রাখেন। প্রার্থী স্বিকার না করায় এবং কোন মালিক না পাওয়ায় ঘোড়াটিকে পুলিশের হেফাজতে নেয়া হয়েছে। ঘোড়া প্রতিকের চেয়ারম্যান প্রার্থী আলাউদ্দিন বলেন, কে বা কারা ঘোড়াটি এনেছে জানিনা।

আজ বৃহস্পতিবার (১৬ মার্চ) সকাল সাড়ে ৮টায় ভোটগ্রহণ শুরু হয়। বিকাল সাড়ে ৪টা পর্যন্ত ভোট গ্রহন চলবে। এবার ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোটগ্রহণ হচ্ছে। সকালে কেন্দ্রগুলোতে ভোটার উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।

বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভোটার উপস্থিতির সংখ্যা আরও বাড়তে থাকে। এদিকে ভোটারদের নির্বিঘ্নে ভোট প্রদান নিশ্চিত করতে র‌্যাব, পুলিশ ও বিজিবি মোতায়েন করা হয়েছে।

পিকে/এসপি

সম্পাদকীয় :

প্রধান সম্পাদক : মোঃ মাকসুদেল হোসেন খান

সম্পাদক : মো. শরীফুল ইসলাম (শরীফ প্রধান)

যোগাযোগ : 01675785122

ই-মেইল : [email protected]

অফিস :

ঢাকা অফিস : হাউজ#৬, রোড#০৩, ব্লক#জে, বারিধারা ঢাকা-১২২৯।

কুমিল্লা অফিস : কদমতলী সুপার মার্কেট (ভূমি অফিস সংলগ্ন), বলদাখাল রোড, দাউদকান্দি পৌর বাজার, দাউদকান্দি, কুমিল্লা।

ওয়েবসাইট : www.prodhankhabor.com