খাগড়াছড়ি জেলার গুইমারা উপজেলায়

সেনাবাহিনীর উদ্যোগে বিনামূল্যে চিকিৎসা সেবা

আপলোড সময় : ১৫-০৩-২০২৩ ০৫:৩৬:৫৮ অপরাহ্ন , আপডেট সময় : ১৫-০৩-২০২৩ ০৫:৪৮:০৯ অপরাহ্ন
শাহ আলম রানা, খাগড়াছড়ি: মহান স্বাধীনতার মাসে খাগড়াছড়ির গুইমারা উপজেলার বীর মুক্তিযোদ্ধাদের সম্মাননা, শিক্ষা বিস্তার, মানবিক সহায়তা এবং বিনামূল্যে চিকিৎসা সেবার আয়োজন করে সেনাবাহিনীর ২৪আর্টিলারী ব্রিগেড ও গুইমারা রিজিয়ন।

১৫ মার্চ (বুধবার) সকালে  বীর সেনানীদের স্মরণ করে সেনাবাহিনীর গুইমারা রিজিয়ন কলেজিয়েট হাই স্কুল মাঠে উপজেলার ৩৭জন বীর মুক্তিযোদ্ধাদের সম্মাননা এবং আর্থিক সহায়তা প্রদান করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ২৪আর্টিলারি ব্রিগেড এবং গুইমারা রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোঃ কামাল মামুন, বিএএমএস, এনডিসি, পিএসসি,জি। এছাড়াও স্থিতিশীলতা এবং শান্তি সম্প্রীতি ও উন্নয়নের ধারা বজায় রাখার লক্ষ্যে সেনাবাহিনীর গুইমারা রিজিয়ন নিয়মিতভাবে

বিভিন্ন ধরনের জনকল্যানমূলক কর্মসূচির ১৫ মার্চ (বুধবার) প্রধান মন্ত্রীর শেখ হাসিনার নির্দেশনা বাস্তবায়নের লক্ষে ২হাজার পরিবারের মাঝে বিনামূল্যে বীজ ও ফলজ গাছের চারা, ৮টি কলেজের ১৬৫জন পাহাড়ী-বাঙ্গালী ছাত্র-ছাত্রীদের মাঝে বই বিতরণ, বিশুদ্ধ পানির সংকট নিরসনের লক্ষে ১৫০ পরিবারে মাঝে পানির ফিল্টার

বিদ্যুৎ বিহীন ২০পরিবারের মাঝে সোলার প্যানেল, বেকারত্ব দূরীকরণে স্ব-নির্ভরতার সুযোগ ও সুবিধা বঞ্চিত ২০পরিবারের মাঝে সেলাই মেশিন, আসন্ন বর্ষা মৌসুমে দুঃস্থ ও অসহায় পরিবার যাতে বৃষ্টিতে না ভেজে এ লক্ষ্যে ২০পরিবারের মাঝে ঢেউটিন, একজন পঙ্গু ব্যক্তিকে হুইল চেয়ার এবং ১৯ব্যক্তিকে উন্নত চিকিৎসার জন্য আর্থিক সহায়তা প্রদান করেন।

এসময় প্রধান অতিথির বক্তব্যে গুইমারা রিজিয়ন কমান্ডার বলেন, পাহাড়ে স্থিতিশীলতা ও শান্তি শৃংঙ্খলা বজায় রাখার লক্ষ্যে গুইমারা রিজিয়ন তথা বাংলাদেশ সেনাবাহিনী নিয়মিতভাবে বিভিন্ন জনকল্যাণমূলক কর্মসূচি পরিচালনা করে আসছি। এধারা অব্যাহত থাকার প্রত্যয় ব্যক্ত কর তিনি বলেন এ ব্যাপারে সকলের সহযোগিতা একান্তভাবে কাম্য।

একই সাথে গুইমারা কলেজিয়েট হাই স্কুল মাঠে দিনব্যাপী বিনামুল্যে চিকিৎসা সেবার আয়োজন করা হয়। প্রায় ১২শতাধিক অসুস্থ ব্যক্তিকে গাইনী, ডেন্টাল ও মেডিসিন সংক্রান্ত বিশেষজ্ঞ ডাক্তারের চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে। এ সময় গুইমারা উপজেলা চেয়ারম্যান মেমং মারমাসহ, গুইমারা রিজিয়নের অন্যান্য সামরিক পদস্থ কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

পিকে/এসপি

সম্পাদকীয় :

প্রধান সম্পাদক : মোঃ মাকসুদেল হোসেন খান

সম্পাদক : মো. শরীফুল ইসলাম (শরীফ প্রধান)

যোগাযোগ : 01675785122

ই-মেইল : [email protected]

অফিস :

ঢাকা অফিস : হাউজ#৬, রোড#০৩, ব্লক#জে, বারিধারা ঢাকা-১২২৯।

কুমিল্লা অফিস : কদমতলী সুপার মার্কেট (ভূমি অফিস সংলগ্ন), বলদাখাল রোড, দাউদকান্দি পৌর বাজার, দাউদকান্দি, কুমিল্লা।

ওয়েবসাইট : www.prodhankhabor.com