১৪ বছরে পদার্পণ উপলক্ষে

দাউদকান্দিতে বাংলাদেশ প্রতিদিন-এর প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

আপলোড সময় : ১৫-০৩-২০২৩ ১২:০০:০৬ অপরাহ্ন , আপডেট সময় : ১৫-০৩-২০২৩ ১২:০১:১৩ অপরাহ্ন
বাংলাদেশের সর্বাধিক প্রচারিত জাতীয় দৈনিক বাংলাদেশ প্রতিদিন" ১৪তম বর্ষে পদার্পণ উপলক্ষে দাউদকান্দিতে আলোচনা সভা, দোয়া মুনাজাত ও কেক কাটার মাধ্যমে উদযাপন করা হয়েছে। আজ (১৫ মার্চ) বুধবার সকালে দাউদকান্দি বাজারে "সাপ্তাহিক গোমতীর কন্ঠ" পত্রিকার কাযালয়ে এ অনুষ্ঠান সম্পন্ন হয়।

বাংলাদেশ প্রতিদিন'র দাউদকান্দি প্রতিনিধি আব্দুল করিম সরকারের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, বাংলাদেশ সংবাদপত্র এ্যাজেন্ট এ্যাসোসিয়েশনের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আলী।

এসময় উপস্থিত ছিলো, হানিফ খাঁন (নয়াদিগন্ত), জাকির হোসেন হাজারী (দেশ রুপান্তর), আলী হোসেন বাবুল (যুগান্তর) মোহাম্মাদ আলী শাহিন (আমাদের সময়), ওমর ফারুক মিয়াজী (কালেরকন্ঠ), সেলিম আহাম্মেদ (ইনকিলাব), শরীফ প্রধান (আলোকিত বাংলাদেশ), আলমগীর হোসেন (কুমিল্লার কাগজ) জহিরুল ইসলাম জিল্লু (মাই টিভি), কবি হোসাইন মোহাম্মাদ দিদার (বাংলাদেশ টুডে), সোহেল আহাম্মেদ (আনন্দ টিভি) ও মোশায়রা আক্তার জলি (আমাদের অর্থনীতি) প্রমূখ।

পিকে/এসপি

সম্পাদকীয় :

প্রধান সম্পাদক : মোঃ মাকসুদেল হোসেন খান

সম্পাদক : মো. শরীফুল ইসলাম (শরীফ প্রধান)

যোগাযোগ : 01675785122

ই-মেইল : [email protected]

অফিস :

ঢাকা অফিস : হাউজ#৬, রোড#০৩, ব্লক#জে, বারিধারা ঢাকা-১২২৯।

কুমিল্লা অফিস : কদমতলী সুপার মার্কেট (ভূমি অফিস সংলগ্ন), বলদাখাল রোড, দাউদকান্দি পৌর বাজার, দাউদকান্দি, কুমিল্লা।

ওয়েবসাইট : www.prodhankhabor.com