সুনামগঞ্জে ট্রাক-সিএনজির মুখোমুখি সংঘর্ষে নিহত ২

আপলোড সময় : ১৪-০৩-২০২৩ ০১:৪৩:০৫ অপরাহ্ন , আপডেট সময় : ১৪-০৩-২০২৩ ০১:৪৪:২৫ অপরাহ্ন
সুনামগঞ্জ-সিলেট মহাসড়কের হালুয়ারগাঁও এলাকায় ট্রাক-সিএনজির মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরো দুজন। মঙ্গলবার (১৪ মার্চ) সকাল ১১ টায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন চট্টগ্রামের আ. কালামের ছেলে নাসির আলম (২৮) ও সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার সিরাজুল ইসলামের ছেলে হাদিউল ইসলাম কামালী (২৪)।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, সকালে সুনামগঞ্জ থেকে ছেড়ে যাওয়া একটি ট্রাক ও জগন্নাথপুর থেকে সুনামগঞ্জের উদ্দেশ্য আসা একটি সিএনজি হালুয়ারগাঁও এলাকায় পৌঁছালে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সিএনজিতে থাকা দুজনের মৃত্যু হয়। আহত দুজনকে সুনামগঞ্জ ২৫০ শয্যা সদর হাসপাতালে নিয়ে গেলে একজনকে সিলেট ওসমানী হাসপাতালে পাঠানো হয়।

দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে সুনামগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইখতিয়ার চৌধুরী বলেন, মরদেহ উদ্ধার করে সুনামগঞ্জ হাসপাতালে পাঠানো হয়েছে। আহতদের চিকিৎসা চলছে। ট্রাকের চালককে আটক করা হয়েছে।

পিকে/এসপি

সম্পাদকীয় :

প্রধান সম্পাদক : মোঃ মাকসুদেল হোসেন খান

সম্পাদক : মো. শরীফুল ইসলাম (শরীফ প্রধান)

যোগাযোগ : 01675785122

ই-মেইল : [email protected]

অফিস :

ঢাকা অফিস : হাউজ#৬, রোড#০৩, ব্লক#জে, বারিধারা ঢাকা-১২২৯।

কুমিল্লা অফিস : কদমতলী সুপার মার্কেট (ভূমি অফিস সংলগ্ন), বলদাখাল রোড, দাউদকান্দি পৌর বাজার, দাউদকান্দি, কুমিল্লা।

ওয়েবসাইট : www.prodhankhabor.com