চান্দিনায় তথ্য আপা বিশেষ উঠান বৈঠক"

আপলোড সময় : ০৬-০৩-২০২৩ ০৭:৩৮:০৫ অপরাহ্ন , আপডেট সময় : ০৬-০৩-২০২৩ ০৯:০৫:১৮ অপরাহ্ন
কুমিল্লার চান্দিনায় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় জাতীয় মহিলা সংস্থা তথ্য আপা: ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে তথ্য যোগাযোগ প্রযুক্তির মাধ্যমে মহিলাদের ক্ষমতায়ন প্রকল্প (২য় পর্যায়ে) অনলাইন প্ল্যার্টফম জুমে নারী উদ্যোক্তাদের নিয়ে বিশেষ উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।

সোমবার (৬ মার্চ) উপজেলা পরিষদ মিলনায়তনে ও তথ্য আপা জাতীয় মহিলা সংস্থা, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়এর বাস্তবায়নে এ বিশেষ উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার( ইউএনও) তাপস শীল এর সভাপতিত্বে ও তথ্যসেবা কর্মকর্তা সেলিনা আক্তার সুমী এর সঞ্চালনায় বিশেষ অতিথি বক্তব্য রাখেন,

উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সাফিয়া আক্তার, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সালমা ইয়াসমিন। বিশেষ উঠান বৈঠক অনুষ্ঠানে উদ্যোক্তাদের মধ্যে বক্তব্য রাখেন মাহমুদা আক্তার বেবী,সম্পা দেবনাথ, হনুফা বেগম প্রমুখ।

এসময় আরও উপস্থিত ছিলেন, তথ্যসেবা সহকারী ফারহানা কাকলী, তথ্যসেবা সহকারী সুম্মিতা দে, দৈনিক ভোরের কাগজ, দৈনিক রূপসী বাংলা সাংবাদিক রিপন আহমেদ ভূঁইয়া। উক্ত বিশেষ উঠান বৈঠক চান্দিনা উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে ৫০ জন মহিলা উদ্যােক্তা অংশ নেন। এর পর অতিথিরা উদ্যোক্তা মহিলাদের মাঝে ভাতার টাকা বিতরণ করেন।

পিকে/এসপি

সম্পাদকীয় :

প্রধান সম্পাদক : মোঃ মাকসুদেল হোসেন খান

সম্পাদক : মো. শরীফুল ইসলাম (শরীফ প্রধান)

যোগাযোগ : 01675785122

ই-মেইল : [email protected]

অফিস :

ঢাকা অফিস : হাউজ#৬, রোড#০৩, ব্লক#জে, বারিধারা ঢাকা-১২২৯।

কুমিল্লা অফিস : কদমতলী সুপার মার্কেট (ভূমি অফিস সংলগ্ন), বলদাখাল রোড, দাউদকান্দি পৌর বাজার, দাউদকান্দি, কুমিল্লা।

ওয়েবসাইট : www.prodhankhabor.com