কুমিল্লা চেম্বার অব কমার্সের সভাপতি ইমরান খানেরে ইন্তেকাল

আপলোড সময় : ০৬-০৩-২০২৩ ০৬:৪৬:৩৫ অপরাহ্ন , আপডেট সময় : ০৬-০৩-২০২৩ ০৬:৪৮:৫২ অপরাহ্ন
 কুমিল্লার প্রবীণ আওয়ামীলীগ‌নেতা আফজল খান পুত্র কু‌মিল্লা চেম্বার অব কমার্সের সভাপ‌তি, এফ‌বিসি‌সিআই প‌রিচালক ও কেন্দ্রীয় আওয়ামীলী‌গের তথ্য ও গ‌বেষণা উপ ক‌মি‌টির সদস্য মাসুদ পারভেজ খান ইমরান (সিআইপি) মারা গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

সোমবার সকালে নিজ বাসায় ঘুমের মধ্যে তিনি মৃত্যুবরণ করেন। মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন, তারঁ বড় বোন সংর‌ক্ষিত নারী সংসদ সদস্য ও কু‌মিল্লা মহানগর আওয়ামীলী‌গের সহ-সভাপ‌তি আঞ্জুম সুলতানা সীমা। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৪৯ বছর।

মৃত্যুকালে তিনি ২ছেলে, স্ত্রীসহ অসংখ্য গুণগ্রাহী রেখে যান। সোমবার রাত ৯ টায় কুমিল্লা টাউনহল মাঠে তার জানাজার নামাজ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। উল্লেখ্য মাসুদ পারভেজ ইমরান খান ২০১৪ সালে কু‌মিল্লা-৬ (সদর) আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিয়ে‌ছিলেন।

পিকে/এসপি

সম্পাদকীয় :

প্রধান সম্পাদক : মোঃ মাকসুদেল হোসেন খান

সম্পাদক : মো. শরীফুল ইসলাম (শরীফ প্রধান)

যোগাযোগ : 01675785122

ই-মেইল : [email protected]

অফিস :

ঢাকা অফিস : হাউজ#৬, রোড#০৩, ব্লক#জে, বারিধারা ঢাকা-১২২৯।

কুমিল্লা অফিস : কদমতলী সুপার মার্কেট (ভূমি অফিস সংলগ্ন), বলদাখাল রোড, দাউদকান্দি পৌর বাজার, দাউদকান্দি, কুমিল্লা।

ওয়েবসাইট : www.prodhankhabor.com