সীতাকুণ্ডে বিস্ফোরণ: নিহত বেড়ে ৬, তদন্ত কমিটি গঠন

আপলোড সময় : ০৫-০৩-২০২৩ ১১:৫০:৫৭ পূর্বাহ্ন , আপডেট সময় : ০৫-০৩-২০২৩ ১১:৫০:৫৭ পূর্বাহ্ন
চট্টগ্রামের সীতাকুণ্ডে সীমা অক্সিজেন প্ল্যান্টে বিস্ফোরণের ঘটনায় এখন পর্যন্ত ছয় জন মারা গেছেন। বিস্ফোরণের কারণ অনুসন্ধানে সাত সদস‌্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

সীতাকুণ্ডের সহকারী কমিশনার (ভূমি) আশরাফুল আলম তথ্য নিশ্চিত করেছেন।

নিহতরা হলেন, মো. শামসুল আলম (৫৬), মো. ফরিদ (৩৬), রতন লখরেট (৪৫), আব্দুল কাদের (৫০) ও মো. সালাউদ্দিন (৩৫)। সর্বশেষ মারা যাওয়া ব্যক্তির নাম পরিচয় এখনো জানা যায়নি। বর্তমানে ওই ঘটনায় আহত ২২ জন হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

এদিকে, চট্টগ্রাম জেলা প্রশাসনের পক্ষ থেকে ৭ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট রাকিব হাসান এই কমিটির প্রধান। কমিটির অন্য সদস্যরা হলেন- সীতাকুণ্ড উপজেলা নির্বাহী অফিসার, সহকারী কমিশনার (ভূমি), পুলিশ সুপারের একজন প্রতিনিধি, ডিআইজি, কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স প্রতিনিধি এবং বিস্ফোরক পরিদপ্তর এর প্রতিনিধি। কমিটিকে আগামী পাঁচ কর্ম দিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন দিতে বলা হয়েছে।

শনিবার (৪ মার্চ) রাতে চট্টগ্রামের জেলা প্রশাসক আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামান চট্টগ্রাম মেডিক‌্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আহতদের দেখতে যান। এ সময় তিনি বলেন, জেলা প্রশাসন চট্টগ্রামের পক্ষ থেকে আহতদের সুচিকিৎসা নিশ্চিতে ও সহায়তা প্রদানের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। ক্ষতিগ্রস্তদের সার্বক্ষণিক খোঁজ খবর নেওয়ার জন্য কন্ট্রোল রুম ও সহায়তা কেন্দ্র চালু করা হয়েছে।

এমএফ/প্রিন্স

সম্পাদকীয় :

প্রধান সম্পাদক : মোঃ মাকসুদেল হোসেন খান

সম্পাদক : মো. শরীফুল ইসলাম (শরীফ প্রধান)

যোগাযোগ : 01675785122

ই-মেইল : [email protected]

অফিস :

ঢাকা অফিস : হাউজ#৬, রোড#০৩, ব্লক#জে, বারিধারা ঢাকা-১২২৯।

কুমিল্লা অফিস : কদমতলী সুপার মার্কেট (ভূমি অফিস সংলগ্ন), বলদাখাল রোড, দাউদকান্দি পৌর বাজার, দাউদকান্দি, কুমিল্লা।

ওয়েবসাইট : www.prodhankhabor.com