দীর্ঘ ২১ বছর ছদ্মবেশে বিভিন্ন স্থানে পালিয়ে থেকেও লাভ হলো না স্ত্রীকে হত্যার দায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি আলী উদ্দিন বাঘার। ভোলা সদর থানাধীন রাজাপুর ইউনিয়নের কন্দ্রকপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করেছে র্যাব-৮-এর সদস্যরা। গ্রেফতার বাঘা (৪৩) বরিশালের হিজলা উপজেলার লেমুয়া এলাকার মৃত রমিজ উদ্দিন বাঘার ছেলে।
শুক্রবার দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে র্যাব-৮ এর সিপিএসসি কোম্পানি অধিনায়ক মেজর মোহাম্মদ জাহাঙ্গীর আলম। সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গ্রেপ্তারকৃত আলী উদ্দিন বাঘা বরিশালের হিজলার বাসিন্দা হলেও সে ভোলা সদর থানাধীন রাজাপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের কন্দ্রকপুরে সর্বশেষ আত্মগোপনে ছিল।
২০০১ সালের ১৯ মার্চ আলী উদ্দিন বাঘার সঙ্গে হেলেনা ওরফে রোকেয়া নামে এক নারীর বিয়ে হয়। বিয়ের ৬-৭ মাস পর পারিবারিক কলহজনিত কারণে এলোপাতাড়ি পেটে লাথি ও কিলঘুষি মেরে স্ত্রী হেলেনাকে হত্যা করে আলী উদ্দিন বাঘা। এ ঘটনায় ২০০২ সালে হেলেনার বাবা বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করেন।
আর সেই থেকে দীর্ঘ ২১ বছর স্ত্রী হত্যা কারী আলী উদ্দিন বাঘা বিভিন্ন জেলায় ছদ্মবেশে পালিয়ে ছিল। যে মামলায় আদালত বাঘাকে মৃত্যুদণ্ডের রায় দিলেও সে পলাতক থাকায় তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়। সম্প্রতি র্যাব-৮ ছায়াতদন্ত করে আধুনিক তথ্য ও প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে বাঘার অবস্থান শনাক্ত করা হয় এবং তাকে গ্রেফতার করে। শুক্রবার দুপুরে বরিশালের হিজলা থানায় হস্তান্তর করে বলে জানিয়েছেন মেজর মোহাম্মদ জাহাঙ্গীর আলম।
পিকে/এসপি
শুক্রবার দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে র্যাব-৮ এর সিপিএসসি কোম্পানি অধিনায়ক মেজর মোহাম্মদ জাহাঙ্গীর আলম। সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গ্রেপ্তারকৃত আলী উদ্দিন বাঘা বরিশালের হিজলার বাসিন্দা হলেও সে ভোলা সদর থানাধীন রাজাপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের কন্দ্রকপুরে সর্বশেষ আত্মগোপনে ছিল।
২০০১ সালের ১৯ মার্চ আলী উদ্দিন বাঘার সঙ্গে হেলেনা ওরফে রোকেয়া নামে এক নারীর বিয়ে হয়। বিয়ের ৬-৭ মাস পর পারিবারিক কলহজনিত কারণে এলোপাতাড়ি পেটে লাথি ও কিলঘুষি মেরে স্ত্রী হেলেনাকে হত্যা করে আলী উদ্দিন বাঘা। এ ঘটনায় ২০০২ সালে হেলেনার বাবা বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করেন।
আর সেই থেকে দীর্ঘ ২১ বছর স্ত্রী হত্যা কারী আলী উদ্দিন বাঘা বিভিন্ন জেলায় ছদ্মবেশে পালিয়ে ছিল। যে মামলায় আদালত বাঘাকে মৃত্যুদণ্ডের রায় দিলেও সে পলাতক থাকায় তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়। সম্প্রতি র্যাব-৮ ছায়াতদন্ত করে আধুনিক তথ্য ও প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে বাঘার অবস্থান শনাক্ত করা হয় এবং তাকে গ্রেফতার করে। শুক্রবার দুপুরে বরিশালের হিজলা থানায় হস্তান্তর করে বলে জানিয়েছেন মেজর মোহাম্মদ জাহাঙ্গীর আলম।
পিকে/এসপি