কুমিল্লার ঐতিহ্য-পুরাকীর্তি

রাণীর কুঠি” সংরক্ষণে বার্ড ও প্রত্নতত্ত্ব অধিদপ্তরের মধ্যে সমঝোতা চুক্তি

আপলোড সময় : ০৪-০৩-২০২৩ ০৫:৫৪:২২ অপরাহ্ন , আপডেট সময় : ০৪-০৩-২০২৩ ০৫:৫৭:০৬ অপরাহ্ন
কুমিল্লা শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত পুরাকীর্তি “রাণীর কুঠি” যথাযথ সংরক্ষণ দর্শক-পর্যটকদের নিকট সঠিকভাবে জাতীয় ঐতিহ্যকে উপস্থাপন করার লক্ষ্যে প্রত্নতত্ত্ব অধিদপ্তর এবং বার্ড কুমিল্লার মধ্যে একটি সমঝোতা চুক্তি হয়েছে।


গেল ৩ মার্চ ২০২৩ তারিখে প্রত্নতত্ত্ব অধিদপ্তরের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) চন্দন কুমার দে এবং বার্ড, কুমিল্লার মহাপরিচালক (অতিরিক্ত দায়িত্ব) ড. আবদুল করিম নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন।

চুক্তির আওতায় “রাণীর কুঠি”কে “কুমিল্লা নগর জাদুঘর”এ রূপান্তর এবং বাংলাদেশের প্রত্নতত্ত্ব, প্রাচীন ইতিহাস ও ঐতিহ্য, বার্ডের প্রতিষ্ঠাতা পরিচালক ড. আখতার হামিদ খান-এর বর্ণাঢ্য কর্মজীবন ও স্মারক গ্রন্থ উপস্থাপনসহ পল্লী উন্নয়নে বার্ডের বিভিন্ন কর্মকান্ড উক্ত জাদুঘরের মাধ্যমে বিশ্ববাসীর কাছে তুলে ধরা হবে। সংরক্ষিত পুরাকীর্তিটি প্রত্নতত্ত্ব অধিদপ্তরের নিজস্ব জনবল দ্বারা পরিচালিত হবে।

পিকে/এসপি

সম্পাদকীয় :

প্রধান সম্পাদক : মোঃ মাকসুদেল হোসেন খান

সম্পাদক : মো. শরীফুল ইসলাম (শরীফ প্রধান)

যোগাযোগ : 01675785122

ই-মেইল : [email protected]

অফিস :

ঢাকা অফিস : হাউজ#৬, রোড#০৩, ব্লক#জে, বারিধারা ঢাকা-১২২৯।

কুমিল্লা অফিস : কদমতলী সুপার মার্কেট (ভূমি অফিস সংলগ্ন), বলদাখাল রোড, দাউদকান্দি পৌর বাজার, দাউদকান্দি, কুমিল্লা।

ওয়েবসাইট : www.prodhankhabor.com