দাউদকান্দির বারপাড়া ইউপি নির্বাচন

প্রচারণায় গিয়ে মাছ ভাজলেন চেয়ারম্যান প্রার্থী সুমন"

আপলোড সময় : ০৪-০৩-২০২৩ ১২:৪৯:৪৬ অপরাহ্ন , আপডেট সময় : ০৪-০৩-২০২৩ ১২:৫৭:২২ অপরাহ্ন
আসছে ১৬ মার্চ দাউদকান্দি উপজেলার বারপাড়া ইউনিয়ন পরিষদ নির্বাচনের ভোটগ্রহন অনুষ্ঠিত হবে। নির্বাচনকে সামনে রেখে প্রচার প্রচারণায় ব্যস্ত প্রার্থীর। প্রার্থীদের মধ্যে শফিউল বাসার সুমন (টেলিফোন) প্রতীক নিয়ে স্বতন্ত্র চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে বেশ আলোচনায়।

তিঁনি প্রতিদিনের মতো আজকেও ওই ইউনিয়নের ষোলপাড়া, দশপাড়া ও সাতপাড়া গ্রামের ঘরে ঘরে গিয়ে দোয়া ও টেলিফোন মার্কায় ভোট চায়। আজ বেলা ১২টায় ষোলপাড়া গ্রামে প্রচারণায় গিয়ে দেখেন এক নারী ভোটার রান্না ঘরে মাছ ভাজতেছে। সে সময় ভোটারকে সালাম দিয়ে রান্নাঘরে প্রবেশ করেন এবং চুলায় থাকা তাওয়ার মাছ ভাজতে শুরু করেন।

এসময় উপস্থিত ভোটাররা তাঁর এই ভিন্নরকম প্রচারনা দেখে অবাক হন। পরে তিঁনি তার টেলিফোন মার্কার জন্য ভোট চান। এবং একবার তাকে ভোট দিয়ে উন্নয়ন করার সুযোগ দিতে অনুরোধ জানান।

পিকে/এসপি

সম্পাদকীয় :

প্রধান সম্পাদক : মোঃ মাকসুদেল হোসেন খান

সম্পাদক : মো. শরীফুল ইসলাম (শরীফ প্রধান)

যোগাযোগ : 01675785122

ই-মেইল : [email protected]

অফিস :

ঢাকা অফিস : হাউজ#৬, রোড#০৩, ব্লক#জে, বারিধারা ঢাকা-১২২৯।

কুমিল্লা অফিস : কদমতলী সুপার মার্কেট (ভূমি অফিস সংলগ্ন), বলদাখাল রোড, দাউদকান্দি পৌর বাজার, দাউদকান্দি, কুমিল্লা।

ওয়েবসাইট : www.prodhankhabor.com